ঢাকা ৩১ আগস্ট, ২০২৫
সংবাদ শিরোনাম
ঢাকায় হালকা বৃষ্টির আভাস, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত আন্তর্জাতিক সিরিজের মোড়কে এশিয়া কাপের প্রস্তুতির মঞ্চ পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৩২ বস্তা টাকা, চলছে গণনা জ্ঞান ফিরেছে নুরের, করা হয়েছে সিটি স্ক্যান বায়ুদূষণে বাংলাদেশিদের গড় আয়ু কমছে সাড়ে ৫ বছর গাজা নগরীতে ইসরায়েলের ভয়াবহ বোমাবর্ষণ, নিহত কমপক্ষে ৬১ কঠিন প্রতিপক্ষ পিএসজির, বার্সা-রিয়াল-সিটি কে কাকে পেল নৌবাহিনীর জাহাজে তুলে রোহিঙ্গাদের সমুদ্রে ফেলে দিচ্ছে ভারত ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা বাংলাদেশ ও পাকিস্তানের ঘনিষ্ঠতায় কতটা অস্বস্তিতে ভারত

অ্যাডভোকেট এম আর মঞ্জুর নেতৃত্বে আওয়ামী ফ্যাসিবাদ পতন ও ছাত্র-জনতার বিজয় বর্ষপূর্তি অনুষ্ঠিত

#

নিজস্ব প্রতিবেদক

১৩ আগস্ট, ২০২৫,  4:10 PM

news image

 জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ই আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় রেল শ্রমিকদলের উদ্যোগে জাতীয় পতাকা হাতে একটি বর্ণিল শোভাযাত্রার আগে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। ১৩ আগস্ট, বুধবার রেলওয়ে কারখানা প্রাঙ্গণে এই সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোঃ শাহাবুদ্দিন এবং সঞ্চালনা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব আবু বকর ছিদ্দিক। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রেল শ্রমিক কেন্দ্রীয় কমিটির বিপ্লবী ও সুযোগ্য সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম আর মঞ্জু। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জনাব আব্দুল মান্নান, মহিলা বিষয়ক সম্পাদিকা জনাবা মনোয়ারা বেগম, প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব মোঃ জহিরুল হক, সমাজ কল্যাণ সম্পাদক জনাব মোঃ মারুফ হোসেন এবং শামসুল আলম। এছাড়া অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিভাগীয় সমন্বয়ক জনাব দেলোয়ার হোসেন, মফিজুর রহমান, জিয়াউর রহমান, এস কে মুজিব, মোঃ মেহেদি সহ চট্টগ্রাম বিভাগীয় শাখার প্রত্যেকটি কমিটির সভাপতি, সম্পাদক এবং কয়েক শতাধিক নেতাকর্মী। বিজয় র‍্যালি ও সমাবেশের পূর্বে চট্টগ্রাম বিভাগীয় সকল শাখা থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে দলীয় কার্যালয়ে উপস্থিত হন। সমাবেশ শেষে বিজয় র‍্যালিটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে ডিপো স্টোর, পাহাড়তলী ক্যারেজ এবং ওয়াগন মেরামত কারখানা, বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপকের কার্যালয়, পাহাড়তলী লোকোশেড, সিসিএস স্টোরসহ বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির