ঢাকা ২২ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে ফের তাপমাত্রার পারদ নামল ৯ ডিগ্রির ঘরে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত, জনজীবন বিপর্যস্ত বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন ১২ ম্যাচে নবম হার ম্যানসিটির, আর্সেনালের বড় জয় ২০২৫ সালের মধ্যে নির্বাচনের পক্ষে মত বিএনপির যুগপৎ সঙ্গীদের ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে ৭ যানবাহনের সংঘর্ষ, আহত ৫ আরও তেল-গ্যাস না কিনলে ইইউ’র ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টি হতে পারে ঢাকা ও উপকূলে টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে নদীতে ট্রাক, বিকল্প পথে চলার অনুরোধ

আওয়ামী লীগকে কাঠগড়ায় দাঁড়াতে হবে : ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

২০ আগস্ট, ২০২২,  5:43 PM

news image

‘আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে’ অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তারা (আওয়ামী লীগ) আমাদের আত্মাকে ধ্বংস করছে। আমাদের একটি গণতান্ত্রিক আত্মা ছিল, স্বপ্ন ছিল মুক্ত সমাজ সমৃদ্ধ বাংলাদেশ। আমাদের সেই স্বপ্নগুলোকে ধূলিস্যাৎ করেছে। এজন্য আওয়ামী লীগকে অবশ্যই ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তাদের জবাবদিহি করতে হবে।' শনিবার (২০ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে’ আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) এই মানববন্ধন আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, 'আপনারা বলছেন, এদেশ স্বাধীন গণতান্ত্রিক দেশ! কিন্তু এখানে সব কিছু নিয়ন্ত্রণ করছে এই অবৈধ সরকারের গোয়েন্দা সংস্থাগুলো। এটি কোনোভাবে একটি গণতান্ত্রিক দেশ হতে পারে না। আমাদের দেশ আমরা লড়াই করেছি যুদ্ধ করেছি।’ তিনি বলেন, 'দেশের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে ফেলা হয়েছে। তাই আমাদের আবার বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে। মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে। একটা মুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে এদেশকে ফিরিয়ে আনতে হবে।'

পররাষ্ট্রমন্ত্রীর ভারত সম্পর্কিত বক্তব্যের ব্যাখ্যা জানতে চেয়ে বিএনপির মহাসচিব বলেন, 'আমি গতকালও পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের ব্যাখ্যা জানতে চেয়েছিলাম, কিন্তু ব্যাখ্যা তারা দেয়নি। অথচ পররাষ্ট্রমন্ত্রী তার জায়গা থেকে সরে আসেনি। তিনি একটা বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে তিনি আবার ওইটাই এনশিওর করেছেন। তাই আমাদের বুঝে নিতে হবে পরিষ্কার ভাষায় যারা অন্যের অনুকূল্যে টিকে থাকে, তাদের এই দেশের সরকার পরিচালনা ও শাসন করার কোনও অধিকার নেই।'

'দেশের সব সংকটের মূল একটাই, সেটা হচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায়' মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, তারা (আওয়ামী লীগ) রাষ্ট্র যন্ত্রকে ব্যবহার করে বিনাভোটে ক্ষমতায় আছে। এখন আমাদের পবিত্র দায়িত্ব জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মধ্য দিয়ে এই আওয়ামী লীগ সরকারকে সরিয়ে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। মির্জা ফখরুল বলেন, 'আমরা পরিষ্কার করে বলেছি, এখন নির্বাচনের কথা নয়, আর ঘুমপাড়ানি কথা নয়। এখন একটাই দাবি— এই সরকার কবে যাবে।'

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির