ঢাকা ২২ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে ফের তাপমাত্রার পারদ নামল ৯ ডিগ্রির ঘরে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত, জনজীবন বিপর্যস্ত বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন ১২ ম্যাচে নবম হার ম্যানসিটির, আর্সেনালের বড় জয় ২০২৫ সালের মধ্যে নির্বাচনের পক্ষে মত বিএনপির যুগপৎ সঙ্গীদের ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে ৭ যানবাহনের সংঘর্ষ, আহত ৫ আরও তেল-গ্যাস না কিনলে ইইউ’র ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টি হতে পারে ঢাকা ও উপকূলে টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে নদীতে ট্রাক, বিকল্প পথে চলার অনুরোধ

আজ কারাগারে বিয়ের পিঁড়িতে বসছেন অ্যাসাঞ্জ

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ মার্চ, ২০২২,  11:33 AM

news image

দীর্ঘদিনের পার্টনার স্টেলা মরিসের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। দক্ষিণ-পূর্ব লন্ডনের বেলমার্শ কারাগারে ব্যাপক নিরাপত্তার মধ্যদিয়ে বুধবার (২৩ মার্চ) তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। বিয়েতে মাত্র চারজন অতিথি অংশ নেয়ার অনুমতি পেয়েছেন। এর বাইরে থাকবেন দুজন সাক্ষী ও দুজন নিরাপত্তাকর্মী।

গোপনীয় মার্কিন সামরিক রেকর্ড এবং কূটনৈতিক বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁসের দায়ে অ্যাসাঞ্জকে বিচারের মুখোমুখি করতে চায় মার্কিন কর্তৃপক্ষ। তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে মামলাও হয়। তবে ২০১৯ সাল থেকে বেলমার্শ কারাগারে বন্দি ৫০ বছর বয়সী অ্যাসাঞ্জ কোনো অন্যায় করেননি বলে বরাবরই জানিয়ে আসছেন। এর আগে লন্ডনে ইকুয়েডর দূতাবাসে সাত বছর ধরে আটক ছিলেন তিনি। 

২০২১ সালের নভেম্বরে বন্দি অ্যাসাঞ্জকে কারাগারে বাগ্‌দত্তা স্টেলা মরিসকে বিয়ে করার অনুমতি দেয় কারা কর্তৃপক্ষ। যুক্তরাজ্যের বিবাহ আইন ১৯৮৩-এর আওতায় কারাগারে বিয়ের জন্য আবেদনের সুযোগ পান বন্দিরা। কোনো বন্দির আবেদন মঞ্জুর হলে সম্পূর্ণ খরচ মিটিয়ে নিজেদের বিয়ে সম্পন্ন করতে হয়।

ইকুয়েডর দূতাবাসে অবস্থানের সময় দুই সন্তানের বাবা-মা হন অ্যাসাঞ্জ-মরিস। ২০১১ সালে অ্যাসাঞ্জের আইনজীবীর দলে যোগ দেন
মরিস, তাদের মধ্যে সম্পর্ক শুরু হয় ২০১৫ সালে।

জানা গেছে, জনপ্রিয় ব্রিটিশ ডিজাইনার ভিভিয়েন ওয়েস্টউডের ডিজাইন করা পোশাক পরবেন স্টেলা মরিস। অ্যাসাঞ্জের বাবা ও তাদের পূর্বপুরুষরা স্কটল্যান্ডের ছিলেন। সে কারণে তিনি পরবেন সামরিক ধাঁচে তৈরি স্কার্টের মতো স্কটল্যান্ডের ঐতিহ্যবাহী বিয়ের পোশাক। তার পোশাকেরও ডিজাইন করেছেন ভিভিয়েন ওয়েস্টউড।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির