ঢাকা ২২ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে ফের তাপমাত্রার পারদ নামল ৯ ডিগ্রির ঘরে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত, জনজীবন বিপর্যস্ত বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন ১২ ম্যাচে নবম হার ম্যানসিটির, আর্সেনালের বড় জয় ২০২৫ সালের মধ্যে নির্বাচনের পক্ষে মত বিএনপির যুগপৎ সঙ্গীদের ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে ৭ যানবাহনের সংঘর্ষ, আহত ৫ আরও তেল-গ্যাস না কিনলে ইইউ’র ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টি হতে পারে ঢাকা ও উপকূলে টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে নদীতে ট্রাক, বিকল্প পথে চলার অনুরোধ

আজ থেকে পুঁজিবাজারে বন্ধ প্রি-ওপেনিং লেনদেন

#

নিজস্ব প্রতিবেদক

২২ মে, ২০২২,  11:38 AM

news image

আজ রোববার (২২ মে) থেকে পুঁজিবাজারে প্রি-ওপেনিং সেশনে লেনদেন সুবিধা বন্ধ করে দেয়া হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সিদ্ধান্তের আলোকে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে আপাতত মূল লেনদেনের আগের ১৫ মিনিট আর লেনদেন গ্রহণ করবে না।

গত বৃহস্পতিবার বিএসইসি ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষকে এ সংক্রান্ত নির্দেশনা দেয়, যা রোববার (২২ মে) থেকে দুই স্টক এক্সচেঞ্জ কার্যকর করেছে। বিএসইসি ও ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রি-ওপেনিং সেশন হলো মূল লেনদেনের আগের ১৫ মিনিটি অর্থাৎ সকাল ১০টার আগের ১৫ মিনিট শেয়ার কেনা-বেচার আদেশ দেয়ার সময়। তবে পোস্ট-ক্লোজিং সেশন চালু থাকবে, যা হচ্ছে লেনদেনের শেষ ১৫ মিনিট। অর্থাৎ ২টা ৩০ মিনিট থেকে ২টা ৪৫ মিনিট পর্যন্ত।

ডিএসইর তথ্যমতে, প্রি-ওপেনিং সেশন (সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ১০টা) সুবিধা ব্যবহার করে বেশকিছু ব্রোকারেজ অবাস্তব কেনা-বেচার আদেশ দিয়েছে বলে অভিযোগ রয়েছে। অর্থাৎ কিছু বিনিয়োগকারীর কোড থেকে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দামে শেয়ার ক্রয়-বিক্রয় আদেশ দেয়া হয়েছে। এতে বাজারে আতঙ্ক সৃষ্টি করেছে। বাজারে দরপতন ঘটাচ্ছে। এ ঘটনায় বিএসইসি বেশকিছু বিনিয়োগকারী ও ব্রোকারেজ হাউসকে সতর্কও করেছে।

উল্লেখ্য, বিনিয়োগকারীদের সুবিধার স্বার্থে ২০২০ সালের অক্টোবরে পুঁজিবাজারে প্রি-ওপেনিং সেশন এবং পোস্ট-ওপেনিং সেশনের চালু করা হয়। ব্রোকারেজ হাউসগুলো প্রি-ওপেনিং সেশনে লেনদেনের শুরুতে শেয়ার কেনা-বেচার আদেশ দিতে পারত। সেখানে নির্ধারিত সার্কিট ব্রেকার অনুযায়ী শেয়ারের দাম কম-বেশি অর্ডার করা যায়।


logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির