ঢাকা ১৭ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
‘মার্চ টু যমুনা’র প্রস্তুতি নিচ্ছেন শিক্ষক-কর্মচারীরা পাহাড়তলীতে তিনটি মাদকের আস্তানা উচ্ছেদে স্বেচ্ছাসেবক দলের মহড়া এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ১৬ অক্টোবর একদিন বাকি, নিবন্ধন করেছেন মাত্র ১৫ শতাংশ হজযাত্রী আইনের শাসন কাকে বলে, নির্বাচনের মাধ্যমে দেখাতে চাই : সিইসি গাজা সিটিতে সবাইকে ‘সন্ত্রাসী’ বলল ইসরায়েল, নিহত আরও ৫৩ ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ হ্যাকড, ওয়েবসাইটে হামলার হুমকি মার্কিন সরকারে দ্বিতীয় দিনের মতো চলছে শাটডাউন

আনসার সদস্যকে কুপিয়ে মারল সহকর্মী

#

নিজস্ব প্রতিবেদক

২৩ জুলাই, ২০২২,  11:37 AM

news image

মানিকগঞ্জের ঘিওরে আব্দুল কুদ্দুস (৪০) নামে এক আনসার সদস্যকে কুপিয়ে মেরেছে সহকর্মী। এ ঘটনায় শাহিন নামে (২৭) আরেক আনসার সদস্যকে আটক করেছে পুলিশ। 

শনিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঘিওর উপজেলা পরিষদ চত্বর থেকে মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। 

নিহত আব্দুল কুদ্দুসের বাড়ি দৌলতপুর উপজেলার হাতকড়া এলাকায়। তিনি ঘিওর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে নাইট ডিউটি করতেন। 

বিষয়টি নিশ্চিত করে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপ্লব বলেন, সকাল ৬টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং বিভিন্ন আলামত সংগ্রহ করি। এ ঘটনায় আরেক আনসার সদস্য মো. শাহিনকে উপজেলা আনসার কার্যালয় থেকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, আটক শাহিন ও নিহত কুদ্দুসের মধ্যে অভ্যন্তরীণ সম্পর্ক ভালো ছিল। তাদের মধ্যে আর্থিক লেনদেনও ছিল। গতকাল কোনো একটি বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। কুদ্দুসকে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শাহিন স্বীকার করেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ঘিওর থানায় মামলা করবেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির