ঢাকা ১৭ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
‘মার্চ টু যমুনা’র প্রস্তুতি নিচ্ছেন শিক্ষক-কর্মচারীরা পাহাড়তলীতে তিনটি মাদকের আস্তানা উচ্ছেদে স্বেচ্ছাসেবক দলের মহড়া এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ১৬ অক্টোবর একদিন বাকি, নিবন্ধন করেছেন মাত্র ১৫ শতাংশ হজযাত্রী আইনের শাসন কাকে বলে, নির্বাচনের মাধ্যমে দেখাতে চাই : সিইসি গাজা সিটিতে সবাইকে ‘সন্ত্রাসী’ বলল ইসরায়েল, নিহত আরও ৫৩ ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ হ্যাকড, ওয়েবসাইটে হামলার হুমকি মার্কিন সরকারে দ্বিতীয় দিনের মতো চলছে শাটডাউন

আবার এমবাপ্পেকে থামানোর চেষ্টা করবেন, জানালেন মাখোঁ

#

স্পোর্টস ডেস্ক

১৫ জুন, ২০২৩,  12:04 PM

news image

রিয়াল মাদ্রিদের সঙ্গে গত মৌসুমে চুক্তির সমঝোতা করে ফেলেছিলেন কিলিয়ান এমবাপ্পে। তাকে বরণ করতে লস ব্লাঙ্কোসদের ড্রেসিংরুমে প্রস্তুতিও নেওয়া হয়েছিল। চুক্তির দিনক্ষণও ঠিক হয়ে গিয়েছিল। 

কিন্তু শেষ পর্যন্ত ফ্রান্সম্যান এমবাপ্পের প্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া হয়নি। ফ্রান্স প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর অনুরোধে পিএসজি থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এবারও এমবাপ্পে যাতে প্যারিসে থেকে যান ওই চেষ্টা করবেন বলে জানিয়েছেন এই রাজনীতিবিদ। 

সংবাদ মাধ্যম আরএমসি’কে মাখোঁ বলেছেন, ‘বিষয়টি (এমবাপ্পেকে প্যারিসে ধরে রাখা) তো আমার হাতে নয়, তবে আমি চেষ্টা করবো। (প্যারিসে) থেকে যাওয়ার জন্য আমি তাকে (জোর দিয়ে) বলবো।’  

এর আগে ফ্রান্স প্রেসিডেন্ট মাখোঁ বিশ্বকাপ জয়ী এমবাপ্পেকে বুঝাতে সক্ষম হন যে, ফ্রান্সের লিগে তার থেকে যাওয়া দরকার। কারণ ২০২৪ সালের অলিম্পিক গেমস হবে ফ্রান্সে। 

ওই আসরের ওপর আলো রাখতে এবং দেশের সুনাম বাড়াতে তাকে দরকার বলে এমবাপ্পেকে অবহিত করেন মাখোঁ। প্রেসিডেন্টের কথা শুনে রানওয়েতে দাঁড়িয়ে থাকা মাদ্রিদের বিমানে ওঠেননি এমবাপ্পে। 

এবার এমবাপ্পে কী করবেন তা সময়ই বলে দেবে। এমবাপ্পে পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করতে চান না বলে বিবৃতি দিয়েছেন। তবে এও জানিয়েছেন- চুক্তি অনুযায়ী, ২০২৪ সালের জুন পর্যন্ত তিনি প্যারিসে থাকতে চান। তখন ফ্রি এজেন্ট হয়ে যাবেন তিনি। পিএসজি আবার তাকে ফ্রিতে ক্লাব ছাড়তে দেবে না।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির