ঢাকা ২৩ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
হাসান আরিফ মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরশায়িত ‘গলার কাঁটা’ ইভিএম নিয়ে এখন কী করবে নির্বাচন কমিশন বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ৩ সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর ও স্ত্রী-কন্যার বিরুদ্ধে মামলা আবারও ভোগান্তিতে পড়বেন ট্রেনের যাত্রীরা গাজীপুরে কারখানা খুলে দেওয়ার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ পঞ্চগড়ে ফের তাপমাত্রার পারদ নামল ৯ ডিগ্রির ঘরে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত, জনজীবন বিপর্যস্ত বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন

আশা করি সমস্যা কেটে যাবে : বাণিজ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২১ অক্টোবর, ২০২২,  5:06 PM

news image

বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি বলেছেন, নিত্যপ্রয়োজনীয় জিনিষপত্রের দাম যেভাবে থাকার কথা, তার চেয়ে দাম বেড়েছে। তবে এটা বৈষয়িক সমস্যা। দাম বৃদ্ধির ফলে মানুষের একটু কষ্ট হচ্ছে ঠিকই, তবে আশা করি এ সমস্যা কেটে যাবে।

শুক্রবার সকালে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, “বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম কমেছে, সেই বিবেচনায় আমাদের দেশেও তেলের দাম কমানো হয়েছে। এখন বাজারে ব্যবসায়ীরা না কমালে আমরা বিষয়টি দেখবো।”

কিছু অসাদু ব্যবসায়ী সুযোগ নিচ্ছে স্বীকার করে তিনি বলেন, “এ জন্য দায়ি অসাদু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভোক্তা অধিদকার অধিদপ্তরকে বলা হয়েছে। তারা কাজ করছেন।” তিনি আরও বলেন, “জিনিষপত্রের দাম আমরা সব সময়ই সমন্বয় করি। প্রতিমাসে মাসে একবার করে রিভিউ করা হয়।”

মন্ত্রী বলেন, “প্রতিটি জিনিষেরই দাম বেড়েছে। টাকার মান কমে যাওয়ায় ডলারের মূল্য বৃদ্ধি পেয়েছে। যার প্রভাব বাজারে পড়েছে। তবে বৈষিক বিবেচনায় দেশে দাম কিন্তু সেভাবে বৃদ্ধি পায়নি।”

দেশে খাদ্য সংকটের আশংকার কথা সরকারের তরফ থেকে বার বার বলা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “দেশে যাতে খাদ্য সমস্যা না হয় সে জন্য প্রধানমন্ত্রী বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন। 

সরকারের বিভিন্ন প্রকল্পে খরচ কমানো হচ্ছে। বিভিন্ন প্রকল্পে যেখানে কম করা দরকার, কাটছাট করা দরকার, প্রকল্পের কাজ পিছিয়ে দেয়া দরকার, সেটা করা হচ্ছে।”তিনি বলেন, “আমরা প্রস্তুত আছি। প্রধানমন্ত্রী নিজেও প্রস্তুত আছেন। আমরা বৈষয়িক পরিস্থিতির শিকার। সে কারণে সমস্যা হতেই পারে।”

এর আগে রংপুর সার্কিট হাউজে এসে পৌঁছালে দলের নেতা কর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পুলিশের একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।  এ সময় জেলা প্রশাসক আসিব আহসান, পুলিশ সুপার ফেরদৌস চৌধুরী সহ দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির