ঢাকা ২২ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে ফের তাপমাত্রার পারদ নামল ৯ ডিগ্রির ঘরে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত, জনজীবন বিপর্যস্ত বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন ১২ ম্যাচে নবম হার ম্যানসিটির, আর্সেনালের বড় জয় ২০২৫ সালের মধ্যে নির্বাচনের পক্ষে মত বিএনপির যুগপৎ সঙ্গীদের ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে ৭ যানবাহনের সংঘর্ষ, আহত ৫ আরও তেল-গ্যাস না কিনলে ইইউ’র ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টি হতে পারে ঢাকা ও উপকূলে টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে নদীতে ট্রাক, বিকল্প পথে চলার অনুরোধ

ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ পুতিনের

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ ফেব্রুয়ারি, ২০২২,  11:33 AM

news image

ইউক্রেনের ডনবাস অঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্টের অভিযান থামাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ যখন বৈঠকে বসেছে তখনই এই অভিযানের ঘোষণা দেন পুতিন। এক টেলিভিশন ভাষণে তিনি ওই ঘোষণা দেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে পুতিন বলেন, রাশিয়া এবং ইউক্রেনীয় বাহিনীর মধ্যে সংঘাত অনিবার্য। আর এটা এখন সময়ের ব্যাপার মাত্র, যখন ইউক্রেনীয় সেনারা অবিলম্বে অস্ত্র নামিয়ে রাখবে এবং বাড়ি ফিরে যাবে। ইউক্রেনকে সতর্ক করে পুতিন বলেন, কোনো রক্তপাত হলে তার জন্য তারাই দায়ী হবে।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার সেনাবাহিনীকে এগিয়ে যাওয়ার অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এই পদক্ষেপের ফলে ইউরোপে বড় যুদ্ধের সূচনা হতে পারে। বুধবার রাতে টেলিভিশনে দেয়া ভাষণে জেলনস্কি এ সতর্কবার্তা দিয়েছেন।

জেলেনস্কি দাবি করেন, রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে আক্রমণের অনুমোদন দিয়েছে। সংকট নিরসনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার আলোচনার আমন্ত্রণে সাড়া দেননি।

ইউক্রেনের সীমান্তে অবস্থান নেয়া রুশ সেনাদের উল্লেখ করে তিনি বলেন, মস্কোর নেতৃত্ব অন্য দেশের ভূখণ্ডে তাদের এগিয়ে যাওয়ার অনুমোদন দিয়েছে এবং এই পদক্ষেপ ইউরোপ মহাদেশে একটি বড় যুদ্ধের সূচনা করতে পারে।

জেলনস্কির দাবি, ইউক্রেন সীমান্তে রাশিয়া প্রায় দুই লাখ সেনা ও কয়েক হাজার সশস্ত্র যান মোতায়েন করেছে। রাশিয়ান নাগরিকদের কাছে শেষ মুহূর্তে নাটকীয় আবেদন জানিয়ে তিনি বলেন, আমাদের কথা শুনুন। ইউক্রেনের জনগণ শান্তি চায়। ইউক্রেনের কর্তৃপক্ষ শান্তি চায়।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির