ঢাকা ১৫ জানুয়ারি, ২০২৫
সংবাদ শিরোনাম
৩ ডিগ্রি তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড় পররাষ্ট্রনীতি নিয়ে শেষ ভাষণে নিজেকে ‘সফল’ দাবি বাইডেনের আহসান উল্লাহ মাস্টার হত্যা : দ্রুত আপিল শুনানির আবেদন টিউলিপকে এবার দায়িত্ব থেকে সরে যাওয়ার দাবি দুর্নীতিবিরোধী জোটের কাফনের কাপড় জড়িয়ে চাকরিতে পুনর্বহালের অনশনে ক্যাডেট এসআইরা সচিবালয়ের ৬২৪ সিসি ক্যামেরার ৪৯৪টি পুরোপুরি অচল, ৯৫টি অর্ধ-বিকল! জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা : খালেদা জিয়ার আপিলের রায় বুধবার অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না : হাইকোর্ট আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে এখনো সক্রিয় সড়কের প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করে বৈষম্যবিরোধী ছাত্রদের অবস্থান

ইডেন গার্ডেন্সে আগুন!

#

স্পোর্টস ডেস্ক

১০ আগস্ট, ২০২৩,  11:08 AM

news image

বিশ্বকাপের বাকি দুই মাস। সব ছাপিয়ে এখন অপেক্ষা চূড়ান্ত দল ঘোষণা আর মাঠের ক্রিকেটের। আইসিসি ব্যস্ত ভেন্যুর পরিদর্শনে। আর ঠিক এমন সময় বিশ্বকাপের অন্যতম ভেন্যু কলকাতার ইডেন গার্ডেন্সে ঘটলো অগ্নিকাণ্ডের ঘটনা। বুধবার গভীর রাতে ইডেনে আকস্মিক এই অগ্নিকাণ্ডের খবর পাওয়া গিয়েছে।

বিশ্বকাপের মেগা ইভেন্টের আগে এমন ঘটনা যেন ভারতের প্রস্তুতির দিকেই প্রশ্ন তুলে দিলো। বুধবার আগুনের খবর পেয়ে দ্রুত সেখানে যায় দমকল বাহিনীর দুটি ইউনিট। রাত সাড়ে ১২টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক তদন্তের পর কর্তৃপক্ষ জানিয়েছেন, শর্ট-সার্কিট থেকেই আগুন লেগেছে। 

অগ্নিকাণ্ডের ফলে বড় ধরণের ক্ষতি না হলেও ড্রেসিংরুমে রাখা খেলায়াড়দের সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কলকাতার গণমাধ্যম। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইডেনের বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

এর আগে, গত শনিবারই ইডেন গার্ডেন্স পরিদর্শন করতে এসেছিল আইসিসি-র প্রতিনিধি দল। পরিদর্শন শেষে স্টেডিয়ামের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষও জানিয়েছিল তারা। কিন্তু এরপরেই যেন ঘটলো বিপত্তি। মাত্র তিনদিন পরেই এলো অগ্নিকাণ্ডের খবর। 

দমকল বাহিনীর সূত্রে জানা যায়, ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে ইডেনের ড্রেসিংরুমে চলছিল শেষ সময়ের প্রস্তুতি। এরইমাঝে বুধবার রাত ১১টা ৫০ নাগাদ আচমকা ধোঁয়ায় ভরে যায় সেখানকার পরিবেশ। ঘটনাস্থলে উপস্থিত কর্মীরা তৎক্ষণাৎ দমকলে খবর দেন। সঙ্গে সঙ্গেই দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। 

দমকল বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ‘শর্ট সার্কিটের ফলে এই আগুন লেগে থাকতে পারে। আগুন লাগার পিছনে কী কারণ তা খতিয়ে দেখা হচ্ছে। সাজঘরে খেলোয়াড়দের ব্যবহার করার জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলস সিলিং থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে।’

উল্লেখ্য, ২০২৩-এর ক্রিকেট বিশ্বকাপের মোট পাঁচটি ম্যাচ ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হবার কথা রয়েছে। যার মধ্যে আছে সেমিফাইনালের মত গুরুত্বপূর্ণ ম্যাচও। বর্তমানে চলছে সেখানকার শেষ সময়ের কাজ। ১৫ সেপ্টেম্বরের মধ্যে ভেন্যু আইসিসিকে বুঝিয়ে দেওয়ার কথা রয়েছে। তবে বুধবার রাতের এই দুর্ঘটনা ইডেনের প্রস্তুতি নিয়ে সন্দেহের জন্ম দিলো।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির