ঢাকা ১২ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
ঢাকা-সিলেট মহাসড়কে ২৫ কিলোমিটার জুড়ে যানজট কিছু বিষয় অমীমাংসিত রেখেই শেষ হলো দ্বিতীয় দিনের আলোচনা সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, স্বামী-স্ত্রী ও তিন সন্তান দগ্ধ নোয়াখালীতে পানিবন্দি ৪২ হাজার পরিবার, ক্ষতিগ্রস্ত ২ লাখ মানুষ রোমাঞ্চকর লড়াইয়ে জিতল রংপুর রাইডার্স কানাডিয়ান পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের কিছুটা বাড়তি ব্রয়লার মুরগির দাম, মাছের বাজারে স্বস্তি আজ শুরু হচ্ছে এসএসসির ফল রিভিউ আবেদন রাজশাহী রেলভবনে পশ্চিমাঞ্চল রেলওয়ে শ্রমিক দলের দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত আরপিও সংশোধন নিয়ে বৈঠকে বসছে ইসি

ইহুদি তরুণদের মধ্যে বাড়ছে গাজায় হামলাবিরোধী মনোভাব

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ নভেম্বর, ২০২৪,  1:30 PM

news image

একদিকে ইহুদিবাদ ছড়িয়ে দেওয়া আর ফিলিস্তিন দখলের জন্য মরিয়া হয়ে উঠছে ইসরায়েল। অন্যদিকে বিদেশে বসবাসকারী ইহুদি যুবকদের মধ্যে বাড়ছে ফিলিস্তিন ও হামাসের প্রতি সমর্থন। সম্প্রতি এমনই এক বিস্ময়কর তথ্য উঠে এসেছে এক জরিপে।

এতে দেখা যায় যুক্তরাষ্ট্রে বসবাসকারী ১৪ থেকে ১৮ বছর বয়সী মার্কিন-ইহুদি তরুণদের এক-তৃতীয়াংশের বেশি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের প্রতি তাদের সমর্থন জানিয়েছে। এ জরিপ পরিচালনা করেছে ইসরায়েলের প্রবাসীকল্যাণ ও ইহুদিবিদ্বেষ মোকাবিলাবিষয়ক মন্ত্রণালয়।

জরিপের ফলাফলে দেখা গেছে, ‘আমি হামাসের প্রতি সহানুভূতিশীল’ এ বক্তব্যকে ‘সমর্থন’ বা ‘শক্ত সমর্থন’ দিয়েছেন ৩৬ দশমিক ৭ শতাংশ মার্কিন-ইহুদি তরুণ। গত বৃহস্পতিবার ইসরায়েলের গণমাধ্যম এ খবর জানায়।

তবে যুক্তরাষ্ট্রের বাইরে বসবাসকারী ইহুদি তরুণদের মধ্যে মাত্র ৭ শতাংশ হামাসের প্রতি সহানুভূতিশীল বলে ওই জরিপে উঠে আসে। জরিপে দেখা যায় মার্কিন-ইহুদি তরুণদের ৪১ দশমিক ৩ শতাংশ ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে এমনটা মনে করে। আর যুক্তরাষ্ট্রের বাইরে বসবাসকারী ইহুদি তরুণদের মাত্র ১০ শতাংশ এমনটা মনে করে। মার্কিন-ইহুদি তরুণদের উল্লেখযোগ্য অংশ শুধু যে হামাসের প্রতিই সহানুভূতিশীল তা নয়, তাদের মধ্যে ৬৬ শতাংশ তরুণ সার্বিকভাবে ফিলিস্তিনি জনগণের ব্যাপারেও সহানুভূতিশীল।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির