সংবাদ শিরোনাম
ই-কৃষি বিস্তারে লালমনিরহাটে উঠান বৈঠক অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
১০ জুন, ২০২৩, 3:55 PM

নিজস্ব প্রতিবেদক
১০ জুন, ২০২৩, 3:55 PM

ই-কৃষি বিস্তারে লালমনিরহাটে উঠান বৈঠক অনুষ্ঠিত
লালমনিরহাট প্রতিনিধি : বিদ্যমান কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র সমূহ শক্তিশালী করণের মাধ্যমে ইÑকৃষি বিস্তার শীর্ষক কর্মসূচীর এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।শনিবার দুপুরে জেলার আদিতমারী উপজেলার কান্তেশ^রপাড়া আইপিএম ক্লাব মাঠে স্থানীয় চাষীদের নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।ক্লাবের উদ্যোক্তা বীরেন্দ্রনাথ রায়ের ষভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে রংপুর হর্টিকালচার সেন্টারের উপরিচালক মো: আবু সায়েম।কৃষি তথ্য সার্ভিস রংপুরের আয়োজনে এ উঠান বৈঠকে এসময় আরো উপস্থিত ছিলেন আঞ্চলিক বেতার কৃষি অফিসার মো:শাহাদাত হোসেন,শিক্ষক মোজাম্মেল হোসেনসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত