ঢাকা ২২ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
আরও তেল-গ্যাস না কিনলে ইইউ’র ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টি হতে পারে ঢাকা ও উপকূলে টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে নদীতে ট্রাক, বিকল্প পথে চলার অনুরোধ সচিবালয়ে উপদেষ্টা হাসান আরিফের জানাজা দুপুরে জাকের-শামীমকে ‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার দেওয়ার সুপারিশ বিশপের সাভারে চলন্তবাসে ডাকাতি, ছুরিকাঘাতে আহত ৪ ভোরের আগুনে পুড়লো বনানী বস্তির ঘর এক্সপ্রেসওয়েতে টোল ছাড়, সেনানিবাস হয়ে যেতে পারবেন বিমানযাত্রীরা সরাসরি পাকিস্তান থেকে ফের চট্টগ্রাম বন্দরে আসছে জাহাজ ব্যবসায়ীরা খুব শক্তিশালী, সেটা ভাঙা সহজ না : অর্থ উপদেষ্টা

উ. কোরিয়ার সৈন্য রাশিয়ায়, নিশ্চিত করল পেন্টাগন-ন্যাটো

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ অক্টোবর, ২০২৪,  1:32 PM

news image

রাশিয়ায় প্রশিক্ষণের জন্য উত্তর কোরিয়া প্রায় ১০ হাজার সৈন্য পাঠিয়েছে বলে নিশ্চিত করেছে পেন্টাগন ও পশ্চিমা সামরিক জোট ন্যাটো। সোমবার পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরিনা সিং ও ন্যাটোর মহাসচিব মার্ক রুটে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন। খবর রয়টার্সের

সাবরিনা সিং বলেছেন, আমরা ধারণা করছি, পূর্ব রাশিয়ায় প্রশিক্ষণের জন্য উত্তর কোরিয়া প্রায় ১০ হাজার সৈন্য পাঠিয়েছে। আগামী কয়েক সপ্তাহে ইউক্রেনে রুশ বাহিনীর সঙ্গে এই সৈন্যদের মোতায়েন করা হতে পারে।

এদিকে, একই দিনে ন্যাটোর মহাসচিব মার্ক রুটে রাশিয়ায় উত্তর কোরিয়ার সৈন্য পাঠানোর তথ্য নিশ্চিত করেছেন। রাশিয়ার কুরস্ক সীমান্ত অঞ্চলে উত্তর কোরিয়ার সামরিক ইউনিটকে মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। যদিও গত সপ্তাহে ওয়াশিংটনের পক্ষ থেকে উত্তর কোরিয়া রাশিয়ায় ৩ হাজার সৈন্য মোতায়েন করেছে বলে জানানো হয়েছিল।  

রাশিয়ায় উত্তর কোরিয়ার সৈন্য মোতায়েনের প্রতিক্রিয়ায় পশ্চিমা মিত্রদেরকে ইউক্রেনে আরও বেশি অস্ত্র সরবরাহ ও রাশিয়ার গভীরে হামলা চালানোর অনুমতি চেয়েছে কিয়েভ। দক্ষিণ কোরিয়ার একটি প্রতিনিধিদল রাশিয়ায় উত্তর কোরিয়ার সৈন্য পাঠানোর বিষয়টি সোমবার ন্যাটো জোটের কর্মকর্তা ও কূটনীতিকদের অবগত করেছে। এর পরপরই রুটে সাংবাদিকদের বলেছেন, রাশিয়া ও উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ সামরিক সহযোগিতা ইন্দো-প্যাসিফিক এবং ইউরো-আটলান্টিক উভয়ের নিরাপত্তার জন্য হুমকি।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইউলও রুটে এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের সাথে টেলিফোন বিষয়টি নিয়ে আলাপকালে উদ্বেগ প্রকাশ করেছেন। ভন ডার লিয়েনকে ইউন বলেছেন, ইউক্রেন যুদ্ধের সম্মুখ সারিতে উত্তর কোরিয়ার সেনা মোতায়েন প্রত্যাশার চেয়ে তাড়াতাড়ি ঘটতে পারে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির