ঋণখেলাপিদের বিষয়ে পরামর্শ নিতে বৈঠকে বসছে ইসি
নিজস্ব প্রতিবেদক
০৬ জুন, ২০২২, 11:07 AM
নিজস্ব প্রতিবেদক
০৬ জুন, ২০২২, 11:07 AM
ঋণখেলাপিদের বিষয়ে পরামর্শ নিতে বৈঠকে বসছে ইসি
ঋণখেলাপিদের বিষয়ে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার (৬ জুন) বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে সংশ্লিষ্টদের কাছ থেকে পরামর্শ নেবে ইসি।
ইসির জনসংযোগ শাখার পরিচালক ও যুগ্ম-সচিব এসএম আসাদুজ্জামান এ বিষয়ে জানান, ঋণখেলাপিদের বিষয়ে আর্থিক প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্টদের পরামর্শ নিতে বৈঠকে বসছে কমিশন। এ লক্ষ্যে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি, আইন মন্ত্রণালয়ের প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ও বিভিন্ন সেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।
ইসির আইন সংস্কার কমিটির প্রধান ও নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা জানান, আমাদের অনেক বিষয়ে আইনের সংস্কার করতে হবে। এজন্য ঋণখেলাপিদের বিষয়ে আইনে যেভাবে বলা আছে, আমরা সে বিষয়ে পরামর্শ নিতে সংশ্লিষ্টদের আমন্ত্রণ জানিয়েছি। তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে বিদ্যমান আইনের বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন।
তিনি আরো জানান, খেলাপিদের নিয়ে বিদ্যমান যে আইনটি আছে, আমাদের কাছে মনে হয়েছে সেটা যথাযথ হয়নি। তাই এটায় একটু পরিবর্তন আনা দরকার। আগে খেলাপি যেভাবে ব্যাখ্যা করা হয়েছে, সেটা সংস্কার করা দরকার। এজন্য যারা এগুলো নিয়ে কাজ করেন, তাদের নিয়ে বসা দরকার। সবার মতামত নিয়ে আমরা আইন মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠাব।