ঢাকা ২২ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে ফের তাপমাত্রার পারদ নামল ৯ ডিগ্রির ঘরে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত, জনজীবন বিপর্যস্ত বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন ১২ ম্যাচে নবম হার ম্যানসিটির, আর্সেনালের বড় জয় ২০২৫ সালের মধ্যে নির্বাচনের পক্ষে মত বিএনপির যুগপৎ সঙ্গীদের ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে ৭ যানবাহনের সংঘর্ষ, আহত ৫ আরও তেল-গ্যাস না কিনলে ইইউ’র ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টি হতে পারে ঢাকা ও উপকূলে টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে নদীতে ট্রাক, বিকল্প পথে চলার অনুরোধ

ঋণখেলাপিদের বিষয়ে পরামর্শ নিতে বৈঠকে বসছে ইসি

#

নিজস্ব প্রতিবেদক

০৬ জুন, ২০২২,  11:07 AM

news image

ঋণখেলাপিদের বিষয়ে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার (৬ জুন) বেলা ১১টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে সংশ্লিষ্টদের কাছ থেকে পরামর্শ নেবে ইসি।

ইসির জনসংযোগ শাখার পরিচালক ও যুগ্ম-সচিব এসএম আসাদুজ্জামান এ বিষয়ে জানান, ঋণখেলাপিদের বিষয়ে আর্থিক প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্টদের পরামর্শ নিতে বৈঠকে বসছে কমিশন। এ লক্ষ্যে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি, আইন মন্ত্রণালয়ের প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ও বিভিন্ন সেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। 

ইসির আইন সংস্কার কমিটির প্রধান ও নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা জানান, আমাদের অনেক বিষয়ে আইনের সংস্কার করতে হবে। এজন্য ঋণখেলাপিদের বিষয়ে আইনে যেভাবে বলা আছে, আমরা সে বিষয়ে পরামর্শ নিতে সংশ্লিষ্টদের আমন্ত্রণ জানিয়েছি। তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে বিদ্যমান আইনের বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন। 

তিনি আরো জানান, খেলাপিদের নিয়ে বিদ্যমান যে আইনটি আছে, আমাদের কাছে মনে হয়েছে সেটা যথাযথ হয়নি। তাই এটায় একটু পরিবর্তন আনা দরকার। আগে খেলাপি যেভাবে ব্যাখ্যা করা হয়েছে, সেটা সংস্কার করা দরকার। এজন্য যারা এগুলো নিয়ে কাজ করেন, তাদের নিয়ে বসা দরকার। সবার মতামত নিয়ে আমরা আইন মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠাব। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির