সংবাদ শিরোনাম
এক্সপ্রেসওয়েতে ট্রাক-পিকআপভ্যানের সংঘর্ষে নিহত ২
১০ জুলাই, ২০২২, 11:28 AM
NL24 News
১০ জুলাই, ২০২২, 11:28 AM
এক্সপ্রেসওয়েতে ট্রাক-পিকআপভ্যানের সংঘর্ষে নিহত ২
ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং দুজন আহত হয়েছেন। শনিবার (৯ জুলাই) রাত সাড়ে ১২টায় ওই এলাকায় এ ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় জানা যায়নি।
হাসাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক উৎপল দাস জানান, শনিবার রাতে রাজেন্দ্রপুর এলাকায় একটি অজ্ঞাত ট্রাক গরু বহনকারী পিকাআপকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় পিকআপে থাকা দুজন নিহত এবং দুজন আহত হন।
তিনি আরো জানান, এ ঘটনায় দুটি গরু আহত হয়েছে। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিহতের পরিচয় জানা যায়নি। মরদেহ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।
সম্পর্কিত