ঢাকা ০৮ সেপ্টেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
বাংলাদেশি ঠেকানোর যুদ্ধে নেমেছে ইতালির এক শহর বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, বাবা-ছেলেসহ নিহত ৩ মিয়ানমারে জান্তার বিমান হামলায় নিহত ১১ ‘৭ দিন থাকি মরণের তিস্তার ভাঙন শুরু হইছে, কেউ আসি দেখিল না’ রদ্রিগোর গোলে ইকুয়েডরকে হারাল ব্রাজিল দুপুরের মধ্যে আট অঞ্চলে ঝড়ের আভাস কুমিল্লায় মাইক্রোবাসের পেছনে বাসের ধাক্কায় শিশুসহ নিহত ৪ শাজাহান খান গ্রেপ্তার, চলছে জিজ্ঞাসাবাদ গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১৭ ফিলিস্তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘শহীদি মার্চ’ আজ

এক মাসে প্রায় দ্বিগুণ দাম বেড়েছে সাবান-শ্যাম্পু-ডিটারজেন্টের

#

নিজস্ব প্রতিবেদক

১৫ অক্টোবর, ২০২২,  11:48 AM

news image

গত একমাসে সাবান, ডিটারজেন্ট পাউডার, শ্যাম্পু, টুথপেস্টসহ প্রায় সব পণ্যের দামই বেড়েছ। গুড়াদুধ, হললিক্সসহ শিশু খাদ্যের দামও বাড়তি। এসব পণ্যের দাম বেড়েছে ৫০ শতাংশের ওপরে। এদিকে, ইলিশে নিষেধাজ্ঞায় ছুটির দিনের বাজারে সব ধরনের মাছের দামই বাড়তি। বেড়েছে পেঁয়াজ ও ডিমের দামও।

নিত্যপণ্যের বাজারে যুদ্ধের উত্তাপ। বাড়ছে প্রসাধনী পণ্যের দামও। সবচে বেশি বেড়েছে কাপড় কাঁচা সাবান ও ডিটারজেন্ট পাউডারের দাম। সুগদ্ধি সাবান আর শ্যাম্পুর দামও এক মাসের মধ্যে দ্বিগুণ হয়েছে। বিক্রেতারা জানালেন, কোনো একটি কোম্পানি দাম বাড়ালেই অন্যরাও বাড়িয়ে দেয়।

এক ক্রেতা বলেন, ৭০ টাকার হুইলপাউডার ১৪৫ টাকা, ১২০ টাকার রিন পাউডার ২১০ টাকা, সাবানের ক্ষেত্রে ৩৮ টাকার লাক্স সাবার এখন ৬০ টাকা, ডাবল হতে আর কিছু বাকি নেই। ১২০ টাকা পেসোডেন্ট পেস্ট বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। একই ভাবে বেড়েছে সব ধরনের পণ্যের দাম। বেড়েছে গুঁড়াদুধসহ শিশুখাদ্যের দামও, এতে বিক্রিও কমেছে।

বাজারে বেড়েছে পেঁয়াজ ও ডিমের দর। বাজারে ইলিশ নেই, তাই প্রভাব পড়েছে অন্য মাছের দরে। রুই কাতলাসহ সব ধরণের মাছের দাম কেজিতে ৫০ থেকে ১শ টাকা বেড়েছে।  আয় ও ব্যয়ের হিসাব মেলাতে ক্রেতার হিমশিম অবস্থা।

শীতের নতুন কিছু সবজি এলেও দামের নাগাল পাচ্ছেন না অনেকেই। এদিকে কয়েকটি সংস্থার উদ্যোগে কৃষকদের উৎপাদিত পণ্য সরাসারি বাজারে বিক্রির ব্যবস্থা করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরে এরকই একটি বাজারের উদ্বোধন করা হয়।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির