ঢাকা ০৯ মে, ২০২৫
সংবাদ শিরোনাম
রাফাল যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ সরিয়েছে ভারত, প্রমাণ পেয়েছে বিবিসি মাছের চড়া দামে নাকাল ক্রেতা গুম হওয়া বিএনপি নেতার বাসায় পরোয়ানা, এসআইকে প্রত্যাহার অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হলো আইভীকে দুপুরের মধ্যেই আ. লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে : ড. মাসুদ মঞ্চের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা বাবাকে ছুরিকাঘাতে হত্যার পর ৯৯৯ নম্বরে কল দিলেন মেয়ে বহুল আলোচিত রমনা বোমা হামলা মামলার রায় ঘোষণা শুরু লাহোরে বিস্ফোরক-বোঝাই ভারতীয় ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

এবার শেহজাদের জন্য দোয়া চাইলেন শাকিব

#

নিজস্ব প্রতিবেদক

৩০ সেপ্টেম্বর, ২০২২,  1:41 PM

news image

সব জল্পনার অবসান ঘটিয়ে এবার নীরবতা ভাঙলেন ঢাকাই ছবির শীর্ষনায়ক শাকিব খান। নিজের ফেসবুক পেজে ছেলে শেহজাদ খান বীরের একটি আদুরে ছবি পোস্ট করে দোয়া চেয়েছেন তিনি।

শুক্রবার শাকিব খান নিজের ভেরিফায়েড ফেসবুকে লিখেছেন, ‘আমরা চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি। 

শেহজাদ খান বীর আমার এবং বুবলীর সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।’ এদিন বুবলীও একই কথা উল্লেখ করে একটি পোস্ট দিয়ে সন্তান বীরের ছবি প্রথম প্রকাশ্যে আনেন। 

এতে এই একই ফেসবুক পোস্টের মাধ্যমে শাকিব ও বুবলীকে জড়িয়ে এতদিনের গুঞ্জনের সমাপ্তি ঘটল এবং ফের প্রমাণিত হলো যা কিছু রটে তার কিছু হলেও সত্য বটে!

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির