ঢাকা ১৫ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ১৬ অক্টোবর একদিন বাকি, নিবন্ধন করেছেন মাত্র ১৫ শতাংশ হজযাত্রী আইনের শাসন কাকে বলে, নির্বাচনের মাধ্যমে দেখাতে চাই : সিইসি গাজা সিটিতে সবাইকে ‘সন্ত্রাসী’ বলল ইসরায়েল, নিহত আরও ৫৩ ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ হ্যাকড, ওয়েবসাইটে হামলার হুমকি মার্কিন সরকারে দ্বিতীয় দিনের মতো চলছে শাটডাউন গাজামুখী ফ্লোটিলা বহর আটক, কঠোর নিন্দা জানালো বাংলাদেশ আজ বিজয়া দশমী সুমুদ ফ্লোটিলা বহরের দুই জাহাজ ঘিরে ফেলেছে ইসরায়েল

এশিয়া কাপের আগে এক টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন গিল

#

স্পোর্টস ডেস্ক

২৮ আগস্ট, ২০২৫,  11:50 AM

news image

অনেক নাটকীয়তার পর ভারতের এশিয়া কাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন শুভমান গিল। সেই সঙ্গে সহ-অধিনায়কের দায়িত্বও দেওয়া হয়েছে তাকে। আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে আসর। তার আগে গিলকে দিলীপ ট্রফিতে খেলার পরামর্শ দিয়েছিল ভারতীয় বোর্ড। নর্থ জোনের নেতৃত্ব দেওয়ারও কথা ছিল তার। যদিও এরই মধ্যে অসুস্থতার কারণে ছিটকে গেছেন।

অসুস্থতার কারণে শুভমান ছিটকে যাওয়ায় প্রশ্ন উঠছে, তিনি কি এশিয়া কাপে খেলতে পারবেন? ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন বলছে, সপ্তাহখানেক ধরে জ্বরে ভুগছেন টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক। এখনও পুরোপুরি সেরে উঠতে না পারায় দিলীপ ট্রফিতে খেলতে পারবেন না তিনি। বেশ কিছুদিন আগে তার রক্তপরীক্ষাও করা হয়েছিল। 

তবে উদ্বেগের কোনো কারণ নেই বলেই জানা যাচ্ছে। আপাতত গিলকে বিশ্রামে থাকতে বলা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, ‘তার শারীরিক পরীক্ষা করা হয়েছে। বিসিসিআইয়ের কাছে গিলের শারীরিক অবস্থার রিপোর্ট দেওয়া হয়েছে। গিল এই মুহূর্তে চণ্ডীগড়ে নিজের বাড়িতে বিশ্রামে আছে।’

এই রিপোর্টের পর তার দিলীপ ট্রফিতে না খেলা নিয়ে জল্পনা বাড়ছিল। শেষমেশ এই জল্পনাই সত্য হলো। সূত্রের খবর, তিনি উত্তরাঞ্চলের হয়ে খেলবেন না। ২৮ আগস্ট, বৃহস্পতিবার থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। তার আগে শুভমানের দিলীপ ট্রফি থেকে ছিটকে যাওয়ার খবরে রীতিমতো উদ্বেগে তার ভক্তরা।

কয়েকদিন পর বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে ফিটনেস পরীক্ষায় অংশ নিতে নেবেন গিল। তার আগে অসুস্থতার কারণে ছিটকে যাওয়া উদ্বেগ বাড়াচ্ছে। সেই সঙ্গে প্রশ্নটাও উঠছে এশিয়া কাপে খেলতে পারবেন কি না। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির