ঢাকা ১৮ অক্টোবর, ২০২৪
সংবাদ শিরোনাম
বাড়তি দামেই বিক্রি হচ্ছে মুরগি ৭ মার্চ, ১৫ আগস্টসহ জাতীয় আট দিবস বাতিল হচ্ছে লেবাননজুড়ে ইসরায়েলের সিরিজ বিমান হামলা, নিহত অন্তত ২৩ সাগরে নিম্নচাপ, বন্দরে দূরবর্তী সতর্ক সংকেত কাশ্মিরের মুখ্যমন্ত্রী পদে ওমর আবদুল্লাহর শপথ আজ সাগর-রুনি হত্যা মামলার তদন্ত ৬ মাসের মধ্যে শেষ করতে হবে সাগর-রুনি হত্যা মামলার তদন্ত ৬ মাসের মধ্যে শেষ করতে হবে ঘেরাও কর্মসূচিতে হাইকোর্টের সামনে শিক্ষার্থীরা খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য দিতে আসেনি কেউ ঢাকা-বেইজিং সম্পর্ক আগের মতোই থাকবে: চীনা রাষ্ট্রদূত

এ জয় টি-টোয়েন্টিতে আত্মবিশ্বাস বাড়াবে, মনে করেন শান্ত

#

স্পোর্টস ডেস্ক

২৩ ডিসেম্বর, ২০২৩,  12:18 PM

news image

নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো সীমিত ওভারের ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। এতে যেন এক অন্যরকম অনুভূতি নাজমুল হোসেন শান্তর। কারণ, তার অধীনেই যে ঐতিহাসিক জয়টি পেয়েছে টাইগাররা। ম্যাচ শেষে দেওয়া বক্তব্যে শান্তর অঙ্গভঙ্গিতে যেন আত্মতৃপ্তির রেখা স্পষ্ট হয়ে উঠেছে।

বক্তব্যে শান্ত বলেছেন, ‘ক্রিকেটাররা যেভাবে এই ম্যাচ খেলেছেন তাতে সত্যিই গর্বিত। সিরিজের আগে আমরা ভেবেছিলাম, এই সিরিজ জিততে পারবো। প্রথম দুই ম্যাচ জিততে না পারলেও সৌভাগ্যক্রমে আজ আমরা জিততে পেরেছি। বোলাররা অনেক কিছু শিখেছেন। তারা ভালো এরিয়া বাছাই করে বোলিং করছিল, নিজের উইকেট খুঁজতে যায়নি। আজ বোলাররা যেভাবে বোলিং করেছে তাতে খুশি। আমি বোলারদের চাপ দেওয়ার চেষ্টা করিনি, শুধু আমার নিজের খেলাটা খেলার চেষ্টা করেছি এবং আমার নিজের কাজের ওপর মনোযোগ দিয়েছি।’

শান্ত আরও বলেন, ‘এই ম্যাচ জয় আমাদের অনেক আত্মবিশ্বাসী (টি-টোয়েন্টি সিরিজের জন্য) করে দেয়, যদিও টি-টোয়েন্টি একটি ভিন্ন ফরম্যাট এবং আমরা সেই অনুযায়ীই পরিকল্পনা করবো। আমরা কিছু জায়গায় (নেপিয়ারের বিভিন্ন জায়গায় ঘুরতে) যাওয়ার পরিকল্পনা করছি, তবে আমাদের মনে রাখতে হবে, আমাদের কয়েক দিনের মধ্যে টি-টোয়েন্টি খেলতে হবে।’

 বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, ‘এরকম তো চিন্তা কখনই করিনি (৯৮ রানে নিউজিল্যান্ডকে অলআউট করার)। লম্বা সময় যখন ভালো বল করেছি, উইকেট এমনিই পড়েছে। এমন কিছু ছিলো না যে ১০০ বা ৯৮ রানে অলআউট করে দেব। ভালো জায়গায় লম্বা সময় বল করার পরিকল্পনা ছিলো, ওটাই তারা করেছে। এজন্য খুবই গর্ব বোধ করছি যে ওরা আগের দুই ম্যাচ হারার পর ফিরে আসতে পেরেছেন।’

নিউজিল্যান্ডের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচে হেরে আগেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। শনিবার ভোরে হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে কিউইদের বিপক্ষে রান তাড়ায় ম্যাচ জেতার ইতিহাসে সবচেয়ে বড় জয়টি পেয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

নেপিয়ারে টস জিতে ফিল্ডিং করতে নেমে কিউইদের মাত্র ৯৮ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট আর ২০৯ বল হাতে রেখে জিতেছে বাংলাদেশ। এতে টাইগাররা তিন ম্যাচ সিরিজ শেষ করেছে ২-১ ব্যবধানে হেরে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির