গাজাকে হামাসমুক্ত করা হবে, হুঁশিয়ারি ইসরায়েলের
আন্তর্জাতিক ডেস্ক
১৪ নভেম্বর, ২০২৩, 12:22 PM
আন্তর্জাতিক ডেস্ক
১৪ নভেম্বর, ২০২৩, 12:22 PM
গাজাকে হামাসমুক্ত করা হবে, হুঁশিয়ারি ইসরায়েলের
ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র দানিয়েল হাগারি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘আমরা গাজাকে হামাসমুক্ত করব।’ সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন। খবর বিবিসির।
সংবাদ সম্মেলনে গাজার রানতিসি হাসপাতালের ভূগর্ভে হামাসের স্থাপনা রয়েছে বলে দাবি করেন তিনি। বলেন, গত ৭ অক্টোবরে ইসরায়েলে হামলার সময় ব্যবহার করা বিভিন্ন উপকরণ, বিস্ফোরক, আত্মঘাতী জ্যাকেট, এমনকি মোটরসাইকেল হাসপাতালের বেসমেন্টে রয়েছে। এটাই গাজার শেষ হাসপাতাল নয়। এমন আরও অনেক হাসপাতাল হামাসের কাজে ব্যবহৃত হচ্ছে। এটা বিশ্ববাসীর জানা প্রয়োজন। যাঁরা এসব হাসপাতালে অর্থ দিচ্ছে...তা হামাসের কাজে ব্যবহার করা হচ্ছে।’
গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর সেখানকার ১১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে ৪০ শতাংশই শিশু।