গাজীপুরে ফিলিং স্টেশনে দগ্ধ একজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
১৪ অক্টোবর, ২০২২, 11:41 AM
নিজস্ব প্রতিবেদক
১৪ অক্টোবর, ২০২২, 11:41 AM
গাজীপুরে ফিলিং স্টেশনে দগ্ধ একজনের মৃত্যু
গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ রোডের বড়বাড়ি এলাকায় একটি ফিলিং স্টেশনে সিলিন্ডারবোঝাই কাভার্ডভ্যানে বিস্ফোরণে দগ্ধ ৫ জনের মধ্যে একজন মারা গেছেন। তিনি হলেন মিঠু। মিঠুর শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল।
শুক্রবার (১৪ অক্টোবর) সকাল ৭টা ৫০ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মিঠুর মৃত্যু হয় বলে জানিয়েছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা এস এম আইউব হোসেন।
তিনি বলেন, গতকাল গাজীপুর থেকে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে পাঁচ জন আমাদের এখানে এসেছিল। এদের মধ্যে মিঠু নামে একজনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে সকালে। তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়েছিল। আলামিন নামে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) পাঠানো হয়েছে। সবার অবস্থাই আশঙ্কাজনক।
দগ্ধ বাকিরা হলেন- আলামিন (২৫), আনোয়ার (৩০), সিরাজুল ইসলাম (২৮), পারভেজ (৩৩)।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফীন গতকাল জানিয়েছিলেন, ফিলিং স্টেশনে একটি সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে আগুন লাগে। মুহূর্তেই আগুন ফিলিং স্টেশনে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।