সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
১১ মার্চ, ২০২৩, 11:04 AM

নিজস্ব প্রতিবেদক
১১ মার্চ, ২০২৩, 11:04 AM
গোপালগঞ্জে রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
জমকালো আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জে রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, কুচকাওয়াজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ কৃষি মন্ত্রণলেয়ের সচিব ওয়াহিদা আক্তার ১০ মার্চ শুক্রবার সকালে বিদ্যালয় মাঠে জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের পর পায়রা উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন।
প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও টুরিষ্ট পুলিশের প্রধান (অতিরিক্ত আইজিপি) হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জিএম সাহাবউদ্দিন আজম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ লৎফার রহমান বাচ্চু উপস্থিত ছিলেন।
দিনব্যাপী বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে বিভিন্ন ইভেনন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এসব অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পর্কিত