ঢাকা ২২ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
আরও তেল-গ্যাস না কিনলে ইইউ’র ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টি হতে পারে ঢাকা ও উপকূলে টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে নদীতে ট্রাক, বিকল্প পথে চলার অনুরোধ সচিবালয়ে উপদেষ্টা হাসান আরিফের জানাজা দুপুরে জাকের-শামীমকে ‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার দেওয়ার সুপারিশ বিশপের সাভারে চলন্তবাসে ডাকাতি, ছুরিকাঘাতে আহত ৪ ভোরের আগুনে পুড়লো বনানী বস্তির ঘর এক্সপ্রেসওয়েতে টোল ছাড়, সেনানিবাস হয়ে যেতে পারবেন বিমানযাত্রীরা সরাসরি পাকিস্তান থেকে ফের চট্টগ্রাম বন্দরে আসছে জাহাজ ব্যবসায়ীরা খুব শক্তিশালী, সেটা ভাঙা সহজ না : অর্থ উপদেষ্টা

জন্মদিনে ধুমধাম করে বিয়ে করলেন শতবর্ষী বৃদ্ধ!

#

নিজস্ব প্রতিবেদক

২০ ফেব্রুয়ারি, ২০২২,  11:42 AM

news image

শততম জন্মদিনকে স্মরণীয় করে রাখতে ঘোড়ার গাড়িতে চেপে, আতশবাজি ফুটিয়ে ধুমধাম করে বিয়ে করেছেন এক বৃদ্ধ। তবে কনের বয়সও নেহায়েত কম হয়নি, ৯০ বছর।

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বাসিন্দা বিশ্বনাথ সরকার গত বুধবার বিয়ে করেন সুরধ্বনিকে। তবে এটা তাদের প্রথম বিয়ে নয়। ১৯৫৩ সালে সংসার জীবন শুরু করেন এই দম্পতি। এরপর একসঙ্গে কেটে গেছে ৬৮ বছর। তাই শততম জন্মদিনের আনন্দক্ষণে দীর্ঘদিনের সঙ্গীর গলায় ফের মালা পরালেন বিশ্বনাথ।

বিশ্বনাথ-সুরধ্বনি দম্পতির ছয় সন্তান। তাদের নাতি-নাতনি ২৩ জন। মূলত নাতি-নাতনিরাই তাদের বিয়ের মূল আয়োজক। বিয়ে উপলক্ষ্যে দূরদূরান্ত থেকে বিশ্বনাথ-সুরধ্বনি নাতি-নাতনি ও তাদের ছেলে মেয়েরাও এসেছিলেন।

বিয়ের আয়োজন প্রসঙ্গে তাদের নাতি পিন্টু মণ্ডল বলেন, যেভাবে বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে নতুন কনে আসেন, ঠিক সেভাবেই বিয়ের অনুষ্ঠান সাজানো হয়েছিল।

যেহেতু বিশ্বনাথ-সুরধ্বনি জিয়াগঞ্জের বেনিয়াপুকুর গ্রামের একই বাড়িতে থাকেন, তাই সুরধ্বনিকে ৫ কিলোমিটার দূরে তাদের পূর্বপুরুষের ভিটা বামুনিয়া গ্রাম থেকে নিয়ে আসা হয়। সেই বাড়িতে সুরধ্বনিকে ২ দিন আগেই নিয়ে যাওয়া হয়েছিল।

সেই বাড়িতে সুরধ্বনিকে কনে সাজিয়ে দেন নাতনিরা। ধুতি পাঞ্জাবিতে বিশ্বনাথ বরের সাজে সাজিয়ে দেন নাতিরা। বিয়ে উপলক্ষ্যে প্রতিবেশীদের নিমন্ত্রণ জানিয়ে ভূড়িভোজও করানো হয়।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির