ঢাকা ১৫ মে, ২০২৪
সংবাদ শিরোনাম
মৃত্যুদণ্ডপ্রাপ্তদের কনডেম সেল নিয়ে রায় : আপিল করবে সরকার ঢাকায় ডোনাল্ড লু মেট্রোরেল শুক্রবারেও চালানোর প্রস্তুতি এমভি আবদুল্লাহর নাবিকদের বরণে প্রস্তুত চট্টগ্রাম বন্দর ফের তাপপ্রবাহের আভাস কে হচ্ছেন রাশিয়ার নতুন প্রতিরক্ষামন্ত্রী? জবি শিক্ষার্থী তিথির পাঁচ বছরের কারাদণ্ড ১৪ ঘণ্টা পর সৈয়দপুরে নামলো বিমান শুধু গণিতেই ফেল ১ লাখ ৬৬ হাজার পরীক্ষার্থী, বেশি মাদরাসা বোর্ডে রাফা ছেড়ে পালিয়েছেন ৩ লাখ ফিলিস্তিনি : জাতিসংঘ

জাহাঙ্গীরের রিটের শুনানি শেষ, আদেশ আজই

#

নিজস্ব প্রতিবেদক

০৮ মে, ২০২৩,  1:57 PM

news image

গাজীপুর সিটি কর্পোরেশনে নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে জাহাঙ্গীর আলমের দায়ের করা রিটের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে সোমবার (৮ মে) দুপুর আড়াইটার দিকে আদেশ দেবেন হাইকোর্ট।

সোমবার দুপুর ১টা ২০ মিনিটে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুবুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য এ সময় ধার্য করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করছেন সাবেক অ্যাটর্নি জেনারেল ফিদা এম কামাল। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

এর আগে গতকাল ৭ মে গাজীপুর সিটি কর্পোরেশনে নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন জাহাঙ্গীর আলম। রিটে প্রার্থিতা ফিরে পাওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে।

গত ৪ মে গাজীপুর সিটি কর্পোরেশনে নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে জাহাঙ্গীর আলমের করা আপিল নামঞ্জুর হয়।

গত ৩০ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই করে গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নবঞ্চিত জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল করেন। ঋণখেলাপির অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। তবে তার মা জায়েদা খাতুনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খান। জাহাঙ্গীর আলম দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির