ঢাকা ১৮ অক্টোবর, ২০২৪
সংবাদ শিরোনাম
নির্বাচন কবে হতে পারে, জানালেন আসিফ নজরুল সব রেকর্ড ভাঙল সোনার দাম একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী সুজেয় শ্যাম আর নেই আ.লীগের আমলে গড়া সিন্ডিকেট এখনও এই সরকার ভাঙতে পারেনি বাড়তি দামেই বিক্রি হচ্ছে মুরগি ৭ মার্চ, ১৫ আগস্টসহ জাতীয় আট দিবস বাতিল হচ্ছে লেবাননজুড়ে ইসরায়েলের সিরিজ বিমান হামলা, নিহত অন্তত ২৩ সাগরে নিম্নচাপ, বন্দরে দূরবর্তী সতর্ক সংকেত কাশ্মিরের মুখ্যমন্ত্রী পদে ওমর আবদুল্লাহর শপথ আজ সাগর-রুনি হত্যা মামলার তদন্ত ৬ মাসের মধ্যে শেষ করতে হবে

জিয়া উদ্দিন সভাপতি ও ইকবাল মাহবুবকে সম্পাদক করে রেলওয়ে গার্ডস্ কাউন্সিল ঈশ্বরদী শাখা কমিটি গঠন

#

নিজস্ব প্রতিবেদক

১৮ মে, ২০২৩,  10:22 PM

news image

 ১৮/০৫/২০২৩ ইং তারিখে বাংলাদেশ রেলওয়ে গার্ডস্ কাউন্সিল  ঈশ্বরদী শাখা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার সভাপতিত্ব  করেন গার্ড জনাব আবু হানিফ(অবসরপ্রাপ্ত গার্ড/ জোনাল- পশ্চিম কমিটির সম্পাদক) উপস্থিত ছিলেন  গার্ডস কাউন্সিল কেন্দ্রীয় কমিটির  কার্যকারী সভাপতি জনাব মোঃ আব্দুল জলিল (অবসরপ্রাপ্ত গার্ড/ বর্তমান চেয়ারম্যান সবদাপুরের দোড়া ইউনিয়ন), সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সহ-সভাপতি  আলমগীর কয়াল (অবসরপ্রাপ্ত), সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল হোসেন( অবসরপ্রাপ্ত), গার্ডস কাউন্সিল ঈশ্বরদী শাখার সাবেক সভাপতি মোতাহার হোসেন( অবসরপ্রাপ্ত), সাবেক দপ্তর সম্পাদক বাসুদেব মন্ডল (অবসরপ্রাপ্ত), আরো উপস্থিত ছিলেন উক্ত শাখা কমিটির নেতৃবৃন্দ এবং সদস্যবৃন্দ।  

উক্ত সভার সাভাপতির নেতৃত্বে Guards council ঈশ্বরদী শাখার পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়াতে সকলের উপস্থিতিতে এবং সকলের মতামতের ভিত্তিতে পুরাতন কমিটির বিলুপ্ত ঘোষণা করা হয়। অতঃপর জনাব মোঃ আলমগীর কয়াল চাচাকে আহবায়ক করে গার্ড আনোয়ার হোসেন-২ ও গার্ড হাবিবুর রহমান-২ কে সমন্বয়ে করে তিন সদস্যর আহবায়ক কমিটি গঠন করা হয়।

উক্ত আহবায়ক কমিটি সকল গার্ডগনের মতামতের ভিত্তিতে গার্ডস কাউন্সিল ঈশ্বরদী শাখার নতুন  কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন করেন। সভাপতি : মোঃ জিয়া উদ্দিন/গার্ড গ্রেড-২ ঈশ্বরদী। কার্যকারী সভাপতি : মোঃ কাজী মনিরুল ইসলাম/গার্ড গ্রেড-২ ঈশ্বরদী। 

সহ-সভাপতি : মোঃ জাকারিয়া সরকার/গার্ড গ্রেড-২ ঈশ্বরদী। সম্পাদক : এ,এস,এম, ইকবাল মাহাবুব/গার্ড গ্রেড-২ ঈশ্বরদী।যুগ্ম সম্পাদক :মোঃ আফগান কবি/গার্ড গ্রেড-২ ঈশ্বরদী। সংগঠনিক সম্পাদক : মোঃ তৌফিক হাসান/গার্ড গ্রেড-২ ঈশ্বরদী। অর্থ সম্পাদক : মোঃ জুলহাস উদ্দিন/ গার্ড গ্রে-২ ঈশ্বরদী।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির