ঢাকা ১৯ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
উইন্ডিজদের বিপক্ষে যেমন হবে একাদশ, জাকের কি ফিরবেন যুদ্ধবিরতির মেয়াদ বাড়াল পাকিস্তান-আফগানিস্তান বন্দরে বাড়তি মাশুল, বন্ধ ট্রেইলার চলাচল পাকিস্তানি বিমান বাহিনীর অভিযানে কান্দাহারে নিহত ৪০ পাকিস্তানি বিমান বাহিনীর অভিযানে কান্দাহারে নিহত ৪০ রাকসুর ভিপি-এজিএস শিবিরের, জিএস আধিপত্য বিরোধী ঐক্যের প্রায় ১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এলো চট্টগ্রাম ইপিজেডের আগুন জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করবে না এনসিপি আড়াই ঘণ্টার ফোনালাপ, ক্ষেপণাস্ত্র নিয়ে ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি পুতিনের সবাইকে জুলাই সনদ সইয়ের ঐতিহাসিক মুহূর্তের অংশ হওয়ার আহ্বান

টিকিট বিহীন যাত্রীকে জরিমানা করায় বললেন হয়রানি করছেন- জিএম অসীম কুমার তালুকদার

#

নিজস্ব প্রতিবেদক

০২ নভেম্বর, ২০২২,  4:32 PM

news image

রেলওয়ের পশ্চিমাঞ্চল এর জিএম অসীম কুমার তালুকদার গতকাল মণ্ত্রনালয়ের সভা শেষ করে আজ (০২/১১/২০২২) ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে রাজশাহী যাওয়ার পথে অভিজ্ঞতা তুলে ধরেন। যাত্রী সংখ্যা স্বাভাবিক। ট্রেনের পরিস্কার পরিচ্ছন্নতা সন্তোষজনক। সম্মানিত শিশু (১মাস)যাত্রীর সংগে সাক্ষাতের মাধ্যমে ট্রেন পরিদর্শন শুরু। উনি রাতে পাহারা দিয়ে দিনে ঘুমু চ্ছেন। এরপর এসিতে বিশেষ বাহিনীর (দাবী করেন) দাবী করে তিনি টিকিট কাটতে অস্বীকৃতি জানান, তিনি স্বেচছায় ট্রেন থেকে নেমে যান। কিন্তু লক্ষ্য করলাম তিনি তিন কোচ পরে আবার উঠেছেন। টিম নিয়ে তাকে ট্রেন থেকে পুনরায় ধরে ফেলে সর্বোচ্চ জরিমানা করা হয়। দুইজন সাংবাদিক ( পত্রিকার নাম জীবনে শুনি নাই এরা সাংবাদিকতার মত একটা মহৎ পেশাকে প্রশ্নবিদ্ধ করেছেন) পেলাম এসিতে,  তাঁরা টিকিট কাটবেন না, নিজেরাই স্বেচছায় নেমে গেলেন, পরের ট্রেনে যাবেন।  একজন বীরমুক্তিযোদ্ধা হিসেবে দাবী কারি(আইডি কার্ড সাথে নাই) ব্যক্তিকে টিকিট কাটার অনুরোধ করলে তাঁর যথেষ্ট টাকা নাই বিধায় বিষয়টি ওভারলুক করা ছাড়া উপায় নেই। তিনজন টিকিট বিহীন যাত্রীকে জরিমানাসহ টিকিট কাটালে বিষয়টিকে তারা এক ধরনের হয়রানি বলে মত প্রকাশ করেন। যত ই বুঝাই, তারা তালগাছ টা তাঁদের মর্মে দাবী করেন। এক নারী যাত্রী (নেত্রী) তাকে একটা সীট আমাদের কে ম্যানেজ করে দিতে বললে,সম্ভব নয় জানালে তিনি আমাদের সংগে ঝগড়ায় জড়িয়ে পরেন, বিষয়টিকে নারীদের প্রতি এক ধরনের অপমান হিসেবে বর্ননা করেন। এক ব্যক্তি স্ত্রীসহ টাঙ্গাইল স্টেশনে নামবেন,টিকিট চাইলে আছে মর্মে জানান, কিন্তু সন্দেহ বশতঃ টিকিট দেখতে  চাইলে আমতা আমতা করতে থাকেন, পরে তাকে টিকিট কাটানো হয়। বিশেষায়িত একটি সংস্থার ম্যানেজিং ডিরেক্টর আসন বিহীন টিকিট নিয়ে এসিতে উঠলে এটেনড্যান্ট বাঁধা দিলে তার চাকরি খেয়ে ফেলবেন মর্মে হম্বিতম্বি করেন। বিষয়টি নজরে আনলে তাকে জরিমানাসহ এসি টিকিটের ভাড়া আদায় করে খালি চেয়ারে বসানো হয়, তিনি অবশ্য হম্বিতম্বির কথা অস্বীকার করেন। এক যাত্রী সচেতন নাগরিক হিসেবে ট্রেনে এ ধরনের পরিদর্শন কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ করেন,এবং সবাইকে ধন্যবাদ জানান। আজকে মোট ৬২ জন টিকিট বিহীন যাত্রী শনাক্ত করে জরিমানাসহ মোট ভাড়া বাবদ আদায় করা হয় ১৮৪০০ টাকা।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির