ঢাকা ২৩ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে ফের তাপমাত্রার পারদ নামল ৯ ডিগ্রির ঘরে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত, জনজীবন বিপর্যস্ত বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন ১২ ম্যাচে নবম হার ম্যানসিটির, আর্সেনালের বড় জয় ২০২৫ সালের মধ্যে নির্বাচনের পক্ষে মত বিএনপির যুগপৎ সঙ্গীদের ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে ৭ যানবাহনের সংঘর্ষ, আহত ৫ আরও তেল-গ্যাস না কিনলে ইইউ’র ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টি হতে পারে ঢাকা ও উপকূলে টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে নদীতে ট্রাক, বিকল্প পথে চলার অনুরোধ

ট্রাকের পেছনে গ্রিনলাইনের ধাক্কা, বাসচালক নিহত

#

নিজস্ব প্রতিবেদক

০৯ আগস্ট, ২০২২,  11:17 AM

news image

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় গ্রিন লাইন পরিবহনের চালক আলী হোসেন (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের তিন যাত্রী।

মঙ্গলবার (৯ আগস্ট) ভোর সাড়ে পাঁচটায় উপজেলার মিরসরাই পেট্রল পাম্প এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলী হোসেন কুমিল্লা জেলার নাঙ্গলকোট এলাকার বদিউল আলমের ছেলে। দুর্ঘটনায় আহতরা হলেন, তরিকুল আলম (৩০), রাজু মিয়া (৪৫) ও মো. তৈমুর খান। আহতরা সবাই বাসের যাত্রী ছিলেন।

ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটায় মিরসরাই পেট্রল পাম্প এলাকায় গ্রিনলাইন সার্ভিসের শীতাতাপ নিয়ন্ত্রিত দ্রুত গতির একটি বাস মালবাহী একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাসের চালক নিহত হন। এ সময় বাসটির আরো তিন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন লিডার হায়াতুল নবী জানান, মিরসরাই পেট্রল পাম্প এলাকায় সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করি। আটকে পড়া চালককে বাসের কিছু অংশ কেটে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

দুর্ঘটনার বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার এসআই কামরুল আলম বলেন, বাসটির বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। মরদেহ ও দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি আমাদের হেফাজতে নিয়েছি।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির