ঢাকা ২৮ সেপ্টেম্বর, ২০২৩
সংবাদ শিরোনাম
লালমনিরহাটে বিজিবির উদ্যেগে সাড়ে ৪কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস। টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু ইরাকে বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১১৩ বিশ্বকাপ খেলতে বিকেলে দেশ ছাড়ছে বাংলাদেশ দল বৃহস্পতিবার থেকে ৩ দিনের ছুটিতে দেশ গত কয়েক দিনে কী ঘটেছে, মুখ খুলছেন তামিম মার্কিন পররাষ্ট্রের ব্রিফিংয়ে সাংবাদিকদের ওপর ভিসা নীতি প্রসঙ্গ লালমনিরহাটে সরকারি কলেজ শিক্ষকগনের সংবাদ সম্মেলন বিশ্বে প্রথম পানিতে ভাসমান মসজিদ নির্মাণ করছে আরব আমিরাত বিশ্বকাপ দলে থাকবেন তামিম?

ডামুড্যায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

#

নিজস্ব প্রতিবেদক

১৩ সেপ্টেম্বর, ২০২৩,  12:57 PM

news image

“ক্রীড়ায় বিকশিত হোক তারুণ্য” এই স্লোগানে শরীয়তপুরের ডামুড্যায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

১২ সেপ্টম্বর মঙ্গবার বিকাল ৪টায় অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝি ।

এর আগে ডামুড্যা উপজেলা পরিষদের মাঠে  ১১ ও ১২ সেপ্টেম্বর দুদিন ব্যাপী জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ৫০ তম আসর উদ্বোধন  অনুষ্ঠিত হয়।

উপজেলায় খেলাধুলার প্রসারে প্রতি বছরের মতো এবারো উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা শেষে বিজয়ী দলগুলোকে নিয়ে এ আয়োজন করা হয়।

সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ডামুড্যা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, ডামুড্যা উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুজ্জামান খান, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম গিয়াস উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার ফরহাদ হোসেন, শিধলকুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোক্তার হোসেন, দারুলআমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা।

উল্লেখ্য, ফুটবল, হ্যান্ডবল, কাবডি, সাতার, দাবা এই ৪ ইভেন্টে খেলা হয়। এই খেলাগুলোতে যে দল জেলা পর্যায়ে বিজয়ী হয়েছে তারা বিভাগীয় পর্যায় অংশ গ্রহণ করবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির