ঢাকা ২২ ডিসেম্বর, ২০২৪
সংবাদ শিরোনাম
পঞ্চগড়ে ফের তাপমাত্রার পারদ নামল ৯ ডিগ্রির ঘরে ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত, জনজীবন বিপর্যস্ত বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কমিশন ১২ ম্যাচে নবম হার ম্যানসিটির, আর্সেনালের বড় জয় ২০২৫ সালের মধ্যে নির্বাচনের পক্ষে মত বিএনপির যুগপৎ সঙ্গীদের ঘন কুয়াশায় এক্সপ্রেসওয়েতে ৭ যানবাহনের সংঘর্ষ, আহত ৫ আরও তেল-গ্যাস না কিনলে ইইউ’র ওপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টি হতে পারে ঢাকা ও উপকূলে টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে নদীতে ট্রাক, বিকল্প পথে চলার অনুরোধ

তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে বিচারপতি গুলজারের নাম প্রস্তাব ইমরান খানের

#

আন্তর্জাতিক ডেস্ক

০৫ এপ্রিল, ২০২২,  11:24 AM

news image

পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দেশটির সাবেক প্রধান বিচারপতি গুলজার আহমেদের নাম প্রস্তাব করেছেন বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে জানা গেছে এমন তথ্য। সোমবার (৪ এপ্রিল) সাবেক প্রধান বিচারপতি গুলজার আহমেদকে প্রধানমন্ত্রী করতে ইমরান খান নাম প্রস্তাব করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে দ্য ডন।

ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই- ইনসাফের (পিটিআই) নেতা ফাওয়াদ চৌধুরী জানান, দলের সিদ্ধান্তের পর তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর নাম চূড়ান্ত করা হয়েছে। এ বিষয়ে প্রেসিডেন্টকে চিঠি পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এদিন সকালেই প্রধানমন্ত্রী ইমরান খান ও বিরোধীদলীয় নেতা শাহবাজ শরিফকে চিঠি পাঠান রাষ্ট্রপতি আরিফ আলভি। এতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রীর জন্য নাম জমা দিতে বলেন তিনি।

সংবিধানের ২২৪ নম্বর অনুচ্ছেদের ‘এ’ ধারার ৪ উপধারা অনুযায়ী পাকিস্তানে এখন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ করা হবে। এর পরই ক্ষমতা থেকে বিদায় নেবেন ইমরান।

প্রেসিডেন্ট কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী নিয়োগ না হওয়া পর্যন্ত পদে থাকা দুজনই দায়িত্ব পালন করতে থাকবেন। নামে প্রধানমন্ত্রী থাকলেও ইমরান খান নির্বাচিত সরকারের প্রধানের মতো ক্ষমতা প্রয়োগ করতে পারবেন না।

অবশ্য পার্লামেন্ট ভেঙে দেয়ার ব্যাপারটি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি আদালতের। প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী পার্লামেন্ট ভেঙে দেয়ার পর দেশটির প্রধান বিচারপতি উমর আতা বানদিয়াল বলেছেন, বিষয়টি দেশের শীর্ষ আদালতের আদেশের অধীন। এ বিষয়ে আদালতই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির