ঢাকা ১৮ অক্টোবর, ২০২৪
সংবাদ শিরোনাম
নির্বাচন কবে হতে পারে, জানালেন আসিফ নজরুল সব রেকর্ড ভাঙল সোনার দাম একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী সুজেয় শ্যাম আর নেই আ.লীগের আমলে গড়া সিন্ডিকেট এখনও এই সরকার ভাঙতে পারেনি বাড়তি দামেই বিক্রি হচ্ছে মুরগি ৭ মার্চ, ১৫ আগস্টসহ জাতীয় আট দিবস বাতিল হচ্ছে লেবাননজুড়ে ইসরায়েলের সিরিজ বিমান হামলা, নিহত অন্তত ২৩ সাগরে নিম্নচাপ, বন্দরে দূরবর্তী সতর্ক সংকেত কাশ্মিরের মুখ্যমন্ত্রী পদে ওমর আবদুল্লাহর শপথ আজ সাগর-রুনি হত্যা মামলার তদন্ত ৬ মাসের মধ্যে শেষ করতে হবে

তালায় প্রধান মন্ত্রীর উপহারের ঘর কালবৈশাখীর তান্ডবে লন্ডভন্ড

#

নিজস্ব প্রতিবেদক

২৯ এপ্রিল, ২০২৩,  12:10 PM

news image

গত দুই দিনের কালবৈশাখী ঝড়-বৃষ্টিতে সাতক্ষীরার তালা উপজেলায় মুজীব শতবর্ষ উপলক্ষে মাননীয় পধানমন্ত্রীর  উপহার। ভূমিহীন মানুষের দেওয়া ৮-১০ টি বসত ঘর  কালবৈশাখীর তান্ডবে লন্ডভন্ড হয়ে গেছে। জানা যায়,উপজেলার খলিষখালী ইউনিয়ান দুধলীচর গ্রামে আশ্রয়ন প্রকল্পের অধীনে মাননীয় প্রধানমন্ত্রী এ সব ঘর নির্মান করে অসহায় ভূমিহীনদের  বসাবসের  উপযোগী করে দেন। যা গত দুই দিনের দুই দফায় ঝড় বৃষ্টিতে ঘরের চাল উড়ে গিয়ে। ওইসব পরিবারগুলো আবারো আশ্রয়হীন হয়ে পড়েছে। সরজমিনে, সাংবাদিকদের দেখে ঝড়ে বিধ্বস্ত ঘরে বসাবসকারী সাজু নামের ব্যক্তি আবেগ আপ্লুত হয়ে অশ্রু সজল ভাঙ্গা ভাঙ্গা কন্ঠে জানায়, বৃহস্পতিবার ও শুক্রবার সন্ধ্যার একটু আগে হঠাৎ কালবৈশাখীর ঝড় এসে। পায় ১০ টির মত ঘরের চাল উড়িয়ে নিয়ে গেছে। শুধু তাই নয়,  আরো কয়েকটি ঘর দুমড়ে মুচড়ে গেছে। এখন এ ঘর গুলো জরুরী সংষ্কার করার প্রয়েজন। যা অনেক টাকার প্রয়োজন,আমরা অসহায় মানুষগুলো কি ভাবে সংষ্কার করবো।  স্থানীয় ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাবির হোসেন ঝড়ে ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করে বলেন, এ সব অসহায়  মানুষ  গুলো যাবে কোথায় । কারন তারা খুব অসহায় দিন আনে দিন খায়। এই ঘর গুলো সংষ্কার করতে অনেক টাকার প্রয়োজন যা তাদের নেই। অসহায় ওই   মানুষদের এই আশ্রয় স্হল-ই এক মাত্র ভরসা।  তবে উপজেলায় কথা বলে তাদের সমস্যা সমাধান করার চেষ্টা করবো। বর্তমানে আশ্রয়হীন মানবেতর জীবন-যাপন কারি ভুক্তভোগী  পরিবার গুলো তাদের মাথা গোঁজার ঠাই বসত ঘর দ্রুত সংষ্কারের জন্য জননেত্রী  প্রধান মন্ত্রীর  সুদৃষ্টি কামনা করছেন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির