তিন মাস নিষেধাজ্ঞার পর সুন্দরবনে উন্মুক্ত হলো পর্যটকের দুয়ার
০২ সেপ্টেম্বর, ২০২২, 12:03 PM
NL24 News
০২ সেপ্টেম্বর, ২০২২, 12:03 PM
তিন মাস নিষেধাজ্ঞার পর সুন্দরবনে উন্মুক্ত হলো পর্যটকের দুয়ার
সুন্দরবনে প্রবেশে দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা থাকায় বনের ওপর নির্ভরশীল জেলে-মৎস্যজীবীরা মানবেতর জীবনযাপন করে আসছিলেন। সুন্দরবনের ওপর নির্ভর ব্যবসায়ীরাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখন প্রত্যাশা ঘুরে দাঁড়ানোর।
সুন্দরবনের সাতক্ষীরা অঞ্চলের সহকারী বন সংরক্ষক একেএম ইকবাল হুসাইন চৌধুরী জানান, তিন মাস বন্ধ থাকার পর পর্যটক ও জেলেদের জন্য খুলে দেয়া হয়েছে সুন্দরবনের দ্বার। ইতোমধ্যে জেলে, ট্যুর অপারেটর, লঞ্চ ও বোট চালকরা সুন্দরবনে যাত্রা শুরু করেছেন।
তিনি আরো জানান, গত ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত মন্ত্রিপরিষদের নির্দেশে তিন মাস সুন্দরবনের সব নদ-নদী ও খালে মাছ ধরা এবং সুন্দরবনে সবার প্রবেশের অনুমতি বন্ধ রেখেছিল বন মন্ত্রণালয়।