ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প, নিহত বেড়ে ৫০০ জুলাই গণহত্যা: হাসিনার বিরুদ্ধে দশম দিনের সাক্ষ্যগ্রহণ আজ কুসুমের নতুন রূপ নজর কাড়ল ভক্তদের বিমান হামলায় হামাসের মুখপাত্র আবু উবাইদা নিহত, দাবি ইসরায়েলের বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ আইসিইউ থেকে নুরকে নেওয়া হতে পারে কেবিনে রাকসু কার্যালয়ের কার্যক্রম বন্ধ, চেয়ার-টেবিল ভেঙে দিল রাবি ছাত্রদল ডাকসু নির্বাচনে এস এম ফরহাদের জিএস প্রার্থিতা চ্যালেঞ্জ করে রিট ট্রাম্পের ইচ্ছায় বদলে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম একাদশে ভর্তিতে শেষ ধাপে আবেদন শুরু, সময় দুদিন

দুর্বল হয়েছে গভীর নিম্নচাপ, অবস্থান করছে টাঙ্গাইল এলাকায়

#

নিজস্ব প্রতিবেদক

৩০ মে, ২০২৫,  1:30 PM

news image

গভীর নিম্নচাপটি কিছুটা দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। যা এখন টাঙ্গাইল ও আশপাশের এলাকায় অবস্থান করছে। তবে এখনও সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (৩০ মে) সকালে আবহাওয়া অধিদপ্তরের সূত্রে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে গেছে। এটি বর্তমানে স্থল নিম্নচাপ হিসেবে টাঙ্গাইল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। অবশ্য, গতকাল রাতেই বঙ্গোপসাগরে সৃষ্ট এই গভীর নিম্নচাপটি উত্তর ও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে স্থলভাগে উঠে এসে দুর্বল হয়ে পড়ে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে এর অবস্থান আরও দুর্বল হতে পারে।

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাসহ দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এর অর্থ, সমুদ্র বন্দর ও উপকূলবর্তী অঞ্চলে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি সতর্ক থাকতে হবে।

আবহাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে দেশের অনেক স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। বিশেষ করে মধ্য ও উত্তরাঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নদীবন্দরগুলোতেও ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

মৎস্যজীবী ও নৌযান সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হয়েছে—পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলবর্তী গভীর সাগরে যাওয়া থেকে বিরত থাকতে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে নিম্নচাপটি আরও দুর্বল হয়ে যাবে এবং মৌসুমি বায়ু প্রবেশের অনুকূল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এটি চলতি বছরের বর্ষা মৌসুমের সূচনাতেও ভূমিকা রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, গভীর নিম্নচাপের প্রভাবে গত ২৪ ঘণ্টায় সারাদেশেই বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। শুধু রাজধানী ঢাকা ও আশপাশের অঞ্চলেই ১৯৫ মিলিমিটার অতিভারী বৃষ্টি হয়েছে। আর আজও দিনভর মেঘাচ্ছন্ন আকাশ এবং দমকা হাওয়াসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১২ থেকে ১৮ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা অস্থায়ীভাবে দমকা হাওয়ায় ৩০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে। এছাড়া, আজ দিনের তাপমাত্রা গতকালের মতোই প্রায় অপরিবর্তিত থাকবে। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির