ঢাকা ১২ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
বাণিজ্য উপদেষ্টার হুঁশিয়ারির পরও কমছে না পেঁয়াজের দাম ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মাইলস্টোন ট্রাজেডি : ১১৪ দিন চিকিৎসা শেষে বাড়ি ফিরল আরও ২ শিক্ষার্থী সাদমান-জয়ের ফিফটিতে একশো পেরোল বাংলাদেশ ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ডিএমপি ১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থানের জন্য প্যাট্রোলিং বাড়ানো হয়েছে প্রচারণায় প্রথমবারের মতো নিষিদ্ধ পোস্টার, ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা রাজধানীতে ২ বাসে আগুন

দেশের উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে শুরু হচ্ছে শীত, প্রথম শৈত্যপ্রবাহ ডিসেম্বরে

#

নিজস্ব প্রতিবেদক

০৬ নভেম্বর, ২০২৫,  1:06 PM

news image

দেশের উত্তর-পশ্চিমাঞ্চল দিয়ে আগামী ১০ নভেম্বর থেকে শীতের আগমন ঘটতে পারে। তবে সারাদেশে শীতের আমেজ পেতে অপেক্ষা করতে হবে নভেম্বর মাসের শেষ দিক পর্যন্ত। আবহাওয়া পরিস্থিতি বিশ্লেষণ করে এমন পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। সেই সাথে প্রথম শৈত্যপ্রবাহ ডিসেম্বরে আসার সম্ভাবনা বেশি বলেও জানায় সংস্থাটি।

আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)  এ তথ্য জানায়। 

বিডব্লিউওটি জানায়, কৃষকদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। কারণ, আগামী ৮ নভেম্বর থেকে প্রায় ২০ নভেম্বর পর্যন্ত সারাদেশে আবহাওয়া ভালো থাকার সম্ভাবনা রয়েছে। এই সময়টা কৃষিকাজ চালিয়ে যাওয়ার জন্য খুবই উপযোগী। ৮ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত ধান কাটা থেকে শুরু করে শীতকালীন সকল শাকসবজি চাষ শুরু করা যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানায়, লঘুচাপের প্রভাব কমে যাওয়ায় দেশের বেশিরভাগ স্থান থেকে বৃষ্টিপাত কমতে শুরু করেছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত কয়েকটি স্থানে বিক্ষিপ্তভাবে সামান্য বৃষ্টি হতে পারে। তবে ২০ নভেম্বরের আগে প্রাকৃতিক বড় কোনো পরিবর্তন না ঘটলে দেশে আর বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। তবে ১৭-১৮ নভেম্বর চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে।

ঘূর্ণিঝড়ের বিষয়ে সংস্থাটির পূর্বাভাস, ২০ নভেম্বরের আগে সাগরে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা খুবই কম। তবে ২০ নভেম্বরের পর থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে সাগরে আবার ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিবেশ তৈরি হতে পারে। তবে নভেম্বরের শেষ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে দেশে একটি বৃষ্টি বলয় আসতে পারে বলে জানায় সংস্থাটি। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির