ঢাকা ১৬ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
আতাহারের একক কারসাজি : ফায়ার সার্ভিসের নিয়োগে ব্যাপক দুর্নীতি ‘মার্চ টু যমুনা’র প্রস্তুতি নিচ্ছেন শিক্ষক-কর্মচারীরা পাহাড়তলীতে তিনটি মাদকের আস্তানা উচ্ছেদে স্বেচ্ছাসেবক দলের মহড়া এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ১৬ অক্টোবর একদিন বাকি, নিবন্ধন করেছেন মাত্র ১৫ শতাংশ হজযাত্রী আইনের শাসন কাকে বলে, নির্বাচনের মাধ্যমে দেখাতে চাই : সিইসি গাজা সিটিতে সবাইকে ‘সন্ত্রাসী’ বলল ইসরায়েল, নিহত আরও ৫৩ ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ হ্যাকড, ওয়েবসাইটে হামলার হুমকি

নিজেদের জালে বল জড়িয়ে বার্সার কাছে হারল রিয়াল

#

স্পোর্টস ডেস্ক

০৩ মার্চ, ২০২৩,  11:08 AM

news image

বলের দখল, আক্রমণ, পাস এবং সুযোগ তৈরি সব জায়গাতেই এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। এমনকি ম্যাচের একমাত্র গোলটিও এসেছে তাদের পা থেকেই। তারপরও ভাগ্যটা সহায় হলো না। কারণ গোলটা নিজেদের জালেই জড়িয়েছে তারা। এরফলে কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনার কাছে ১-০ গোলে হেরেছে রিয়াল। 

সান্তিয়াগো বার্নাব্যুতে পাওয়া এই জয়ে কোপা দেল রের ফাইনালের পথে আরও  এক ধাপ এগিয়ে গেল বার্সা। আগামী ৫ এপ্রিল রাতে দ্বিতীয় লেগের ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এর আগে স্প্যানিশ সুপার কাপে ফাইনালেও বার্সার কাছে হেরে ট্রফি হাতছাড়া করেছিল কার্লো আনচেলত্তির দল।

ঘরের মাঠে শুরু থেকেই বার্সার ওপর চাপ প্রয়োগের চেষ্টা করে রিয়াল। ম্যাচের শুরুতে সুযোগও এসেছিল তাদের সামনে। ১২ মিনিটে ভিনিসিয়ুসের কাছ থেকে বল পেয়ে দারুণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন করিম বেনজেমা। তবে অফসাইডের কারণে গোল বঞ্চিত থাকতে হয় রিয়ালকে।

রিয়াল বড় ধাক্কা খায় ম্যাচের ৩০ মিনিটে। অনেকটা নিজেদের ভুলেই গোল খেয়ে বসে তারা। বার্সার গোলের প্রচেষ্টা থিবো কর্তোয়া ঠেকিয়ে দিলেও পরে ফিরতি বল এদের মিলিতাওয়ের গায়ে লেগে জালে জড়ালে উল্লাসে মাতে বার্সা।

ঘরের মাঠে পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠার চেষ্টা করে রিয়াল। তবে সব চেষ্টাই বৃথা গেছে আনচেলত্তির দলের। শেষ পর্যন্ত হাসি মুখে মাঠ ছেড়েছে বার্সা। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির