ঢাকা ১৪ মার্চ, ২০২৫
সংবাদ শিরোনাম
বাজারে এখন অস্বস্তি শুধু চালের দামে ৯ মিনিটেই শেষ পশ্চিমাঞ্চলের বেশিরভাগ ট্রেনের টিকিট ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, মিলছে ২৪ মার্চের টিকিট গাজায় ড্রোন হামলায় ২ শিশু নিহত, ধ্বংসস্তূপে মিলল আরও ৭ লাশ ইউরোপীয় দেশগুলো ইউক্রেনে শান্তি চায় না : রাশিয়া ড. ইউনূস ও গুতেরেসের কক্সবাজার সফর আজ, লাখো রোহিঙ্গার সঙ্গে ইফতার প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের মহাসচিবের সাক্ষাৎ গেজেটেড কর্মকর্তার মর্যাদা পাচ্ছেন প্রাথমিকের প্রধান শিক্ষকরা সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও দুই মাস বাড়ল ৭ দিনের মধ্যে মাগুরায় শিশু ধর্ষণ ও নিপীড়নের বিচার শুরু হবে

নিয়মের তোয়াক্কা না করে শুটিংয়ে সময় দিলেন সাকিব

#

স্পোর্টস ডেস্ক

১৮ ফেব্রুয়ারি, ২০২২,  10:18 AM

news image

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনালের আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার আনুষ্ঠানিক ট্রফি উন্মোচনের সূচি রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সঙ্গে অফিসিয়াল ফটোসেশন আর প্রেস কনফারেন্স।

নিয়মানুযায়ী এখানে উপস্থিত থাকার কথা ফাইনালে মুখোমুখি হতে যাওয়া দুই দলের অধিনায়কের। তবে কুমিল্লার ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস হাজির হলেও অনুপস্থিত ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান।

পরে বরিশালের দলের মিডিয়া বিভাগ থেকে জানানো হয়, পেটের পীড়ায় ভুগছেন সাকিব। এজন্য অনুশীলনে আসেননি, উপস্থিত হতে পারেননি ট্রফি উন্মোচন অনুষ্ঠানে। তার পরিবর্তে নুরুল হাসান সোহান সামলালেন এ দায়িত্ব। তবে সোহান জানালেন ভিন্ন কথা, হোটেল থেকে মাঠে ফেরার পথে সাকিবকে জিমে দেখে এসেছেন তিনি। সাকিব যে অসুস্থ, সে খবর নেই সোহানের কাছে।

এরপর জানা যায়, নিয়মের তোয়াক্কা না করে শুটিংয়ে ব্যস্ত ছিলেন সাকিব। পরিচালক অমিতাভ রেজার সঙ্গে একটি কোমল পানীয়র বিজ্ঞাপনের শুটিং করেন তিনি।

সাকিবের ফটোসেশনে অংশ না নেওয়ার ঘটনা এটাই প্রথম নয়। ২০১৯ বিশ্বকাপের আগে বাংলাদেশ দলের আনুষ্ঠানিক ফটোসেশনে অনুপস্থিত ছিলেন সাকিব।

এবারের বিপিএলে নেই জৈব সুরক্ষা বলয়। ম্যানেজড ইভেন্ট এনভায়রনমেন্ট (এমইই) প্রটোকলে অনুষ্ঠিত হয়েছে আসরটি। কড়াকড়ি কমিয়ে ক্রিকেটারদের সুবিধার্থেই নেওয়া হয় এই সুরক্ষা নীতি। তবে নিয়ম অুনযায়ী, কেউ টিম হোলেটের বাইরে গেলে তাকে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে দলের সঙ্গে যোগ দিতে হবে।

বিসিবির মেডিক্যাল বিভাগ থেকে বলা হয়েছে, সাকিব হোটেলের বাইরে গিয়েছেন এরকম কোনো তথ্যই তাদের কাছে নেই।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির