নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আইসিসির সাহসী পদক্ষেপ : এরদোয়ান
আন্তর্জাতিক ডেস্ক
২৪ নভেম্বর, ২০২৪, 1:25 PM
আন্তর্জাতিক ডেস্ক
২৪ নভেম্বর, ২০২৪, 1:25 PM
নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আইসিসির সাহসী পদক্ষেপ : এরদোয়ান
গাজা সংঘাতে যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্তের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানাকে ‘সাহসী পদক্ষেপ’ হিসেবে প্রশংসা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
শনিবার (২৩ নভেম্বর) তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে আয়োজিত এক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। খবর এএফপি এবং দ্য টাইমস অব ইসরায়েল।
এরদোয়ান বলেন, আইসিসির এই সাহসী সিদ্ধান্ত মানবতার প্রতি আস্থা ফিরিয়ে আনার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আরও যোগ করেন, পশ্চিমা দেশগুলোর উচিত তাদের ন্যায়বিচার ও মানবাধিকারের প্রতিশ্রুতিগুলোকে রক্ষা করা।
এর আগে আইসিসি বৃহস্পতিবার (২১ নভেম্বর) মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহু, গ্যালান্ত এবং হামাস কমান্ডার মোহাম্মদ দেইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তবে তুরস্ক আইসিসির সদস্য না হওয়া সত্ত্বেও প্রেসিডেন্ট এরদোয়ান এ সিদ্ধান্তকে সমর্থন করেছেন।
তারও আগে, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের কঠোর সমালোচনা করে তুরস্ক ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে। পাশাপাশি মঙ্গলবার (১৯ নভেম্বর) ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের আকাশসীমা ব্যবহারের আবেদনও প্রত্যাখ্যান করেছে তুরস্ক।
অপরদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এরদোয়ানকে ‘স্বৈরাচারী’ উল্লেখ করে বলেন, তুরস্কের এই অবস্থান আন্তর্জাতিক বাণিজ্যকে উপেক্ষা করছে। ইসরায়েল তুরস্কের সঙ্গে বাণিজ্যের বিকল্প খুঁজছে বলেও তিনি জানান।
এ নিয়ে তুরস্ক জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থগিত থাকবে যতক্ষণ না গাজায় মানবিক ত্রাণ সরবরাহের নিশ্চয়তা দেওয়া হয়।