ঢাকা ২২ অক্টোবর, ২০২৪
সংবাদ শিরোনাম
সাগরে নিম্নচাপ, ১ নম্বর সতর্কসংকেত সংস্কারের উপসংহার থাকতে হবে, অনন্তকাল চললে প্রশ্ন উঠবেই: রিজভী ব্যারিস্টার সুমন ৫ দিনের রিমান্ডে রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে আজ গণজমায়েত আড়াই শতাধিক এসআইকে অব্যাহতি ব্যারিস্টার সুমনের ১০ দিনের রিমান্ড আবেদন জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ ফ্যাসিবাদের দোসর তকমায দুঃখজনক: জি এম কাদের জামায়াতের নিবন্ধন : আপিল বিভাগে আবেদন পুনরুজ্জীবিত প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে সুস্পষ্ট বক্তব্য দিলেন রাষ্ট্রপতি

পণ্ড হতে পারে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সেমিফাইনাল

#

নিজস্ব প্রতিবেদক

১৪ নভেম্বর, ২০২৩,  12:19 PM

news image

গ্রুপ পর্ব শেষে আজ বাদে কাল শুরু হবে সেমির লড়াই। প্রায় পাঁচ সপ্তাহব্যাপী প্রথম পর্বের ৪৫ ম্যাচ পেরিয়ে সেমির চার দল পেয়েছে বিশ্বকাপ। ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্বাগতিক ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। এবার দলগুলোর সামনে শেষ চারের বাধা কাটিয়ে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে জায়গা করে নেওয়ার মিশন।

প্রথম সেমিফাইনালে পয়েন্ট তালিকার প্রথম দল ভারত মুখোমুখি হবে চতুর্থ হওয়া নিউজিল্যান্ডের। ম্যাচটি হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আগামী ১৫ নভেম্বর। পরদিন কলকাতায় দ্বিতীয় ও তৃতীয় দল হিসেবে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া পরস্পরকে মোকাবিলা করবে দ্বিতীয় সেমিতে।

বিশ্বকাপের দুই সেমিফাইনাল ও ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। বৃষ্টি কিংবা অনাকাঙ্ক্ষিত কোনো কারণে ম্যাচ না হলে বা আংশিক হলে বাকিটা খেলা হবে রিজার্ভ ডে'তে। আগামীকাল মুম্বাইয়ে অনুষ্ঠিতব্য ভারত-নিউজিল্যন্ডের ম্যাচ নিয়ে কোনো সংশয় না থাকলেও ইডেনে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল ঘিরে সংশয় দেখা দিয়েছে। বঙ্গোপসাগরের নিম্নচাপের কারণে কলকাতায় হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে।

আবহাওয়া বার্তায় জানা গেছে, কলকাতায় সেমিফাইনালের দিন ৪০% বৃষ্টিপাতের সম্ভাবনার পূর্বাভাস রয়েছে। তবে রিজার্ভ ডে মানে পরেরদিন শুক্রবারেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই। সেদিন আরও বেশি অর্থাৎ ৫০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে সেমিফাইনালের দিনেই ম্যাচটি সম্পূর্ণ করার চেষ্টা করবেন আম্পায়াররা। ওভার কমিয়ে প্রতি পক্ষে ন্যূনতম ২০ ওভারের খেলা চালিয়ে নেওয়ার চেষ্টা করবেন তারা। যদি তাও সম্ভব না হয় তবেই খেলা গড়াবে রিজার্ভ ডে'তে। ওল্ড ট্রাফোর্ডে ২০১৯ সেমিফাইনালেও রিজার্ভ ডে'তে গড়িয়েছিল। নির্ধারিত দিনের পরের দিন রিজার্ভ ডেতে নিউজিল্যান্ড ভারতকে হারিয়ে ফাইনালে খেলা নিশ্চিত করেছিল।

যদি রিজার্ভ ডে'তেও খেলা শেষ করা সম্ভব না হয়, তাহলে গ্রুপ পর্বের পয়েন্ট টেবিল অনুযায়ী সেরা দলকেই ফাইনালিস্ট ঘোষণা করা হবে। যদি তাই হয়, তাহলে কপাল পুড়বে অস্ট্রেলিয়ার আর প্রোটিয়াদের জন্য হবে আশীর্বাদ। পয়েন্ট তালিকায় এগিয়ে থাকার সুবিধা পেয়ে দক্ষিণ আফ্রিকা ফাইনালে চলে যাবে।

বিশ্বকাপের রাউন্ড রবিন লীগ পর্বে ৯ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পৌঁছে দক্ষিণ আফ্রিকা। সমান পয়েন্ট অস্ট্রেলিয়ারও। তবে রান রেটে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের দুইয়ে দক্ষিণ আফ্রিকা। তিনে অস্ট্রেলিয়া।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির