ঢাকা ১৫ জানুয়ারি, ২০২৫
সংবাদ শিরোনাম
৩ ডিগ্রি তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড় পররাষ্ট্রনীতি নিয়ে শেষ ভাষণে নিজেকে ‘সফল’ দাবি বাইডেনের আহসান উল্লাহ মাস্টার হত্যা : দ্রুত আপিল শুনানির আবেদন টিউলিপকে এবার দায়িত্ব থেকে সরে যাওয়ার দাবি দুর্নীতিবিরোধী জোটের কাফনের কাপড় জড়িয়ে চাকরিতে পুনর্বহালের অনশনে ক্যাডেট এসআইরা সচিবালয়ের ৬২৪ সিসি ক্যামেরার ৪৯৪টি পুরোপুরি অচল, ৯৫টি অর্ধ-বিকল! জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা : খালেদা জিয়ার আপিলের রায় বুধবার অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না : হাইকোর্ট আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে এখনো সক্রিয় সড়কের প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হাসান ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ করে বৈষম্যবিরোধী ছাত্রদের অবস্থান

পাপনের সন্দেহ, সাকিব দুই বছর খেলবে কিনা

#

স্পোর্টস ডেস্ক

০৬ আগস্ট, ২০২৩,  11:13 AM

news image

যখন এশিয়া কাপ শুরুর মাত্র ২৫ দিন বাকি, তখন অধিনায়ক বাছাইয়ে ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত বৃহস্পতিবার তামিম ইকবাল ওয়ানডে দলের নেতৃত্ব ছাড়ার পর থেকেই এ নিয়ে দোলাচল শুরু হয়। অধিকাংশ টাইগার ক্রিকেটভক্ত ও সাবেক ক্রিকেটাররা অধিনায়কের দৌড়ে সাকিব আল হাসানকেই এগিয়ে রেখেছেন। তবে সাকিবই টাইগারদের নেতৃত্বের আসনে বসবেন কিনা তা নিয়ে এখনও আলোচনা হয়নি বলে জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

শনিবার (৫ আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বিসিবি সভাপতি। এ সময় তার কাছে সাকিবকে অধিনায়ক করার বিষয়ে জানতে চাওয়া হয়। জবাবে বোর্ড প্রধান জানান, সাকিবকে অধিনায়ক করলে তিনি আরও দুই বছর খেলবেন কিনা তা নিয়ে সন্দেহ আছে।

পাপন বলছিলেন, ‘সাকিবের নাম আসা তো অবশ্যম্ভাবী। এটা তো আবশ্যিক পছন্দ। কিন্তু আপনি কি বলতে পারেন দুই বছর খেলবে সাকিব? জানি না তো! ওর পরিকল্পনা, ওর সঙ্গেও তো বসতে হবে। আমরা একটু জেনে নেই। এটা নিয়ে কথাবার্তা বলতে হবে। বোর্ডের সবার সঙ্গে কথা বলতে হবে। ক্রিকেটারদের সঙ্গে কথা বলতে হবে। তবে এটা ঠিক, সবচেয়ে ইজিয়েস্ট হচ্ছে সাকিবকে বানিয়ে দেওয়া। এটাতে কোনো সমস্যা নেই।’

এদিকে সাকিবই বা অধিনায়কত্ব নিতে দায়িত্ব নিতে রাজি হবেন কিনা, সেই প্রশ্নও থেকে যায়। পাপন বলছিলেন, ‘এখন পর্যন্ত চয়েজ ঠিক করিনি। ঠিক করার আগে ওদের সঙ্গেও কথা বলতে হবে। অনেক সময় অনেক প্লেয়ারকে বললে, সে নাও রাজি হতে পারে।’

বিসিবি সভাপতি আরও বলেন, ‘এখানে দুটি সমস্যা, সেটা লম্বা সময়ের জন্য চিন্তা করতে গেলে একরকম। আবার আরেকটা সমস্যা হচ্ছে বিশ্বকাপ। বিশ্বকাপের চাপটাও কিন্তু কম না। এটা এত সহজ না। আমি নতুন একজনকে বানিয়ে দেব, সে এই চাপটা নিতে পারবে কিনা, সেটাও বিষয়। আবার যদি লম্বা সময়ের জন্য চিন্তা করেন, তাহলে আমি এখন একজনকে বানাবো; কিন্তু দেখা যাবে এক বছর পর সে থাকবে না। তো লম্বা সময়ের জন্য হবে কিভাবে? এই জিনিসগুলো নিয়েই আলাপ করতে হবে।’

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির