ঢাকা ১৬ অক্টোবর, ২০২৫
সংবাদ শিরোনাম
‘মার্চ টু যমুনা’র প্রস্তুতি নিচ্ছেন শিক্ষক-কর্মচারীরা পাহাড়তলীতে তিনটি মাদকের আস্তানা উচ্ছেদে স্বেচ্ছাসেবক দলের মহড়া এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ রকিবুল হাসান রনি ও তার পরিবারের ভয়ঙ্কর প্রতারণার জাল এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ১৬ অক্টোবর একদিন বাকি, নিবন্ধন করেছেন মাত্র ১৫ শতাংশ হজযাত্রী আইনের শাসন কাকে বলে, নির্বাচনের মাধ্যমে দেখাতে চাই : সিইসি গাজা সিটিতে সবাইকে ‘সন্ত্রাসী’ বলল ইসরায়েল, নিহত আরও ৫৩ ইসলামী ব্যাংকের ফেসবুক পেজ হ্যাকড, ওয়েবসাইটে হামলার হুমকি মার্কিন সরকারে দ্বিতীয় দিনের মতো চলছে শাটডাউন

পাহাড়তলীতে তিনটি মাদকের আস্তানা উচ্ছেদে স্বেচ্ছাসেবক দলের মহড়া

#

নিজস্ব প্রতিবেদক

১৬ অক্টোবর, ২০২৫,  1:50 PM

news image

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় দীর্ঘদিন ধরে সক্রিয় তিনটি মাদকের আস্তানা উচ্ছেদ করেছে স্থানীয় যুব সমাজ ও স্বেচ্ছাসেবক দল।

জানা গেছে, পাহাড়তলীর ইউসুপ স্কুলের পাশে, পাহাড়তলী বাজার মাদ্রাসা রোডের পাশে এবং মাদ্রাসা রোডের জলতাখানা সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদকসেবী ও বিক্রেতাদের আস্তানা গড়ে উঠেছিল। এসব স্থানে প্রতিদিনই স্থানীয় তরুণদের মাদকাসক্তির শিকার হতে দেখা যেত, ফলে এলাকা ধীরে ধীরে মাদকচক্রের নিয়ন্ত্রণে চলে যাচ্ছিল।

এ অবস্থায় বুধবার (১৫ই অক্টোবর) পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন রাসেল মির্জার নির্দেশনায় এবং ১২নং ওয়ার্ড সরাইপাড়া স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল আল মামুন জুয়েল মির্জার নেতৃত্বে স্থানীয় যুব সমাজ একত্র হয়ে উক্ত তিনটি মাদকের আস্তানা ভেঙে দেন।

উচ্ছেদ পদযাত্রার পর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানানো হয়, এলাকায় মাদক বিক্রি ও সেবন সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ভবিষ্যতে কেউ মাদক বিক্রি বা সেবনের সঙ্গে জড়িত পাওয়া গেলে তাকে আইনের হাতে তুলে দেওয়া হবে।

এই অভিযানে নেতৃত্বদানকারী সালাউদ্দিন রাসেল মির্জা বলেন, “খেলার মাঠের খেলোয়াড়েরা এখন মাদকের কলোনীতে ঘোরাফেরা করে—এটা আমাদের সবার জন্য লজ্জার। সমাজের প্রতিটি ব্যক্তিত্বের দায়িত্ব আছে এই ভয়াবহতা রোধে এগিয়ে আসার। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা শুধু কোনো সংগঠনের নয়, বরং প্রতিটি সচেতন নাগরিকের দায়িত্ব।”

উল্লেখ্য, এর আগেও পাহাড়তলী জামে মসজিদের পাশে মাদক ও জুয়ার আসর বসত। স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে চলতি বছরের ৯ই এপ্রিল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে ঐ স্পটটিও উচ্ছেদ করা হয়।

স্থানীয়রা জানান, মাদকবিরোধী এই ধারাবাহিক উদ্যোগে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। তারা আশা করছেন, এমন সামাজিক উদ্যোগ চলমান থাকলে পাহাড়তলীকে পুনরায় নিরাপদ ও শান্তিপূর্ণ এলাকায় রূপান্তর করা সম্ভব হবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির