প্রয়াত রেল শ্রমিক নেতা ইসমাঈল স্বরনে আলোচনা সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
২১ ডিসেম্বর, ২০২২, 5:12 PM
নিজস্ব প্রতিবেদক
২১ ডিসেম্বর, ২০২২, 5:12 PM
প্রয়াত রেল শ্রমিক নেতা ইসমাঈল স্বরনে আলোচনা সভা অনুষ্ঠিত
জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল পাহাড়তলী লোকোসেড শাখার সদ্য প্রয়াত সভাপতি, রেলওয়ের ফিটার মিস্তি(লোকো) মোঃ ইসমাইল এর স্বরনে আলোচনা দোয়া ও মিলাদ মাহফিল আজ বাদ জোহর পাহাড়তলী লোকোসেডে অনুষ্ঠিত হয়। রেলওয়ে শ্রমিক দলের সাধারণ সম্পাদক এম আর মনজু, সাংগঠনিক সম্পাদক আবু বকর ছিদ্দিক সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, লোকোসেড, সিসিএস,কারখানা, বিদ্যুৎ,ওপেন লাইন, ডিআরএম,ডিজেল সপ শাখার প্রতিনিধি , রেলওয়ের বিভিন্ন ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ ,স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং লোকোসেডের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন। মরহুম ইসমাইলকে একজন কর্মদক্ষ,দ্বায়িত্ব সচেতন,ত্যাগী দল পাগলকর্মী এবং সাদা মনের ভালো মানুষ হিসেবে উল্লেখ করে বক্তাগন তার বিদেহী আত্নার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।