বন্যার পানিতে ভাসছে সিলেট
নিজস্ব প্রতিবেদক
১৮ জুন, ২০২২, 11:16 AM
নিজস্ব প্রতিবেদক
১৮ জুন, ২০২২, 11:16 AM
বন্যার পানিতে ভাসছে সিলেট
টানা বর্ষণ ও অব্যাহত পাহাড়ি ঢলে সিলেটে বেড়েই চলেছে বন্যার পানি। ইতোমধ্যে সিলেট নগরীসহ অনেক উপজেলা পানিতে পুরোপুরি প্লাবিত। পানি বাড়তে থাকায় নতুন নতুন এলাকা তলিয়ে যাচ্ছে। পুরো সিলেট বন্যার পানিতে ভাসছে। শনিবার (১৮ জুন) সকালে সিলেটের কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট, সদর উপজেলাসহ আরো অনেক জায়গায় পানি বৃদ্ধির খবর পাওয়া গেছে।
সিলেটের গোয়াইনঘাট উপজেলার লোকজন জানান, গতকালের (শুক্রবার) তুলনায় আজ পানির উচ্চতা আরো বেড়েছে। এভাবে চলতে থাকলে বন্যার পানি কোথায় গিয়ে ঠেকবে তা একমাত্র আল্লাহ-ই জানেন।
জৈন্তাপুর উপজেলার বানভাসিরা জানান, টানা বৃষ্টিতে গত রাতে ঘরে পানি প্রবেশ করেছে। অনেক আসবাবপত্র পানির নিচে তলিয়ে গেছে। সারারাত খাটের উপরে বসে নির্ঘুম অবস্থায় কাটিাতে হয়েছে তাদের। যত সময় যাচ্ছে পানি বাড়ছে। পানি খুব দ্রুত বাড়ছে।
সিলেট নগরীর কয়েজন জানান, পানি অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে। গতকাল (শুক্রবার) বাসার সামনে পানি ছিল। এখন বাসার ভেতরে পানি ঢুকেছে। এ অবস্থায় নানা উদ্বেগ-উৎকণ্ঠা নিয়ে সময় পার করছি আমরা।
সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ চৌধুরী জানান, সোমবারের (২০ জুন) আগে বৃষ্টি কমার সম্ভাবনা নেই। এভাবে টানা বর্ষণ অব্যাহত থাকলে পানি স্বাভাবিকভাবেই বাড়বে। অন্যদিকে উজান থেকে নেমে আসা পানির কারণে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে।