সংবাদ শিরোনাম
বসুন্ধরা আবাসিক এলাকায় মশক নিয়ন্ত্রণের দাবীতে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের তরুণ নেতৃবৃন্দে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক
১৫ জানুয়ারি, ২০২৩, 4:35 PM

নিজস্ব প্রতিবেদক
১৫ জানুয়ারি, ২০২৩, 4:35 PM

বসুন্ধরা আবাসিক এলাকায় মশক নিয়ন্ত্রণের দাবীতে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের তরুণ নেতৃবৃন্দে সংবাদ সম্মেলন
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মশক নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থাপনার দাবীতে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের তরুণ নেতৃবৃন্দের আয়োজনে সংবাদ সম্মেলন।
রবিবার (১৫ জানুয়ারী) ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগর রুনি মিলনায়তনে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের রাজনৈতিক ফেলো বৃন্দর উদ্যোগে বসুন্ধরা আ/এ তে মশক সমস্যা সমাধানকল্পে সংবাদ সম্মেলনে বক্তারা এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে আয়োজকবৃন্দ এক লিখিত বক্তব্যে সাংবাদিকদের জানান, ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার এ, ই, আই, এল ব্লকে পানি নিষ্কাশনের জন্য একটি বড় খাল রয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে খালের পানি ময়লা, দূর্গন্ধযুক্ত হয়ে পরেছে। এর ফলে মশার বিস্তার বেড়েছে যা স্থানীয় জনস্বাস্থ্যের জন্য হুমকি সৃষ্টি করছে। নিয়মিত মশা নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা হলেও তা সঠিকভাবে কার্যকর হচ্ছে না। এই এলাকা প্রায় ২০, ০০০ নাগরিকের আবাসস্থল। এই এলাকায় বেশিরভাগই বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী বসবাস করায় তাদের পড়াশোনা ও মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। শুধু মশার প্রকোপ নয়, অতিরিক্ত দূর্গন্ধে সৃষ্টি হচ্ছে বায়ু দূষণ। নাগরিকদের জীবনমান উন্নয়ন ও পরিবেশ সুরক্ষায় আয়োজকবৃন্দ সংবাদ সম্মেলনে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা গ্রহণের সুপারিশ করেন।
বক্তারা আরো বলেন,বসুন্ধরা আবাসিক এলাকার এলাকাবাসির পক্ষ থেকে মশার বিস্তার রোধে পর্যাপ্ত ব্যবস্থা র দাবীর প্রতি আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করতে চাই। ব্লক এ, ই আই এল এর মধ্য দিয়ে বিশাল বড় একটি খাল প্রবাহিত হয়েছে। এই খালটি দিয়ে সমস্ত এলাকার পানি নিষ্কাশিত হয়। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্করণের অভাবে এতে ময়লা, দুর্গন্ধযুক্ত এবং কালো পানি প্রবাহিত হচ্ছে। যার থেকে মশার সৃষ্টি হচ্ছে। একদিকে ডেঙ্গু, ম্যালেরিয়ার ভয়, অন্যদিকে কিউলেক্স মশার ডাইরিয়া সহ চিকনগুনিয়ার ঝুঁকি। নিয়মিত মশা নিধন কার্যক্রম পরিচালনা হলেও তা কার্যকর হচ্ছে না। এতে ভোগান্তিতে পড়ছে এলাকাবাসী। স্বাস্থ্য অধিদফতরের হেল্থ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যে জানা গেছে, হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। গত একবছরে ৮৮৯৮২ জন মানুষ ডেঙ্গু রোগে আক্রার হয়েছেন এবং ৩৮০ ডান মৃত্যুবরণ করেছেন। এই এলাকার বেশিরভাগই বিশ্ববিদ্যালয় এর শিক্ষার্থী বসবাস করায় তাদের পড়াশোনা ও মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। শুধু মশার প্রকোপ নয়, অতিরিক্ত দূর্গন্ধে সৃষ্টি হচ্ছে বায়ু দূষণ। যার ফলে এলাকাবাসীরা ঝুঁকিতে আছে।
নেতৃবৃন্দর তাদের দাবি গুলো হলো
১। মশার উপদ্রবস্থলে প্রতিনিয়ত স্প্রে করা হচ্ছে। কিন্তু এটি কার্যকর না হওয়ায় এর পরিবর্তে অন্য কোনো ব্যবস্থা গ্রহণ।
২। এলাকায় অবস্থিত খালটি পরিষ্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।
৩। খাল এর পানি কালো হয়ে যাওয়ায় প্রযোজনীয় ঔষধ দেওয়ার ব্যবস্থা করা।
৪। পরিস্কার-পরিপন্নতার ব্যাপারে সচেতন করতে সকলের বাড়ির আশাপাশের খালি প্লটটি নিয়মিত পরিষ্কার রাখার জন্য সিটি কর্পোরেশন কর্তৃক জনসচেতনতামূলক প্রচারণা নিয়মিত পরিচালনা করতে হবে।
৪। বিভিন্ন স্থানে জনে থাকা পানিতে এডিস মশার জন্ম হয়। কাজেই মশার উৎপত্তিস্থল ধ্বংস করা দরকার দাবি বাস্তবায়নের করা
উক্ত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন স্থানীয় নাগরিকদের পক্ষে.নাওমি সুমাইয়া রাহমান সাবেক সহ-সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ। রাজনৈতিক ফেলো, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল. উপস্থিত ছিলেন কল্পনা বেগম সহ-সভাপতি, ইডেন মহিলা কলেজ শাখা, বাংলাদেশ ছাত্রলীগ। রাজনৈতিক ফেলো, ডেমোক্রেসি, ললিতা গুলশান মিতাসহ-দপ্তর সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় নির্বাহী সংসদ। রাজনৈতিক ফেলো, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সম্পর্কিত