ঢাকা ১৯ এপ্রিল, ২০২৪
সংবাদ শিরোনাম
৩টি ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা ভারতের লোকসভা নির্বাচনে ভোট শুরু ইরানে বড় শহরগুলোতে বিমান চলাচল বন্ধ, সিরিয়া-ইরাকে ব্যাপক বিস্ফোরণ যারা নুন-ভাতের কথাও ভাবতে পারত না, এখন তারা মাছ-মাংসের চিন্তা করে প্রভাব খাটিয়ে আর পরিবেশের ক্ষতির সুযোগ নেই: মন্ত্রী ৭ বিভাগে বৃষ্টি হতে পারে, অব্যাহত থাকতে পারে তাপপ্রবাহ পরীমণির বিরুদ্ধে নাসিরের মামলা অভিযোগের সত্যতা পেয়েছে পিবিআই ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৭ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাঁধন ববি ইউনিটের বার্ষিক সাধারণ সভা ও দায়িত্ব হস্তান্তর

#

নিজস্ব প্রতিবেদক

১৩ মার্চ, ২০২৩,  11:48 AM

news image

বরিশাল বিশ্ববিদ্যালয়ে বাঁধন ববি ইউনিট(বরিশাল জোন) এর বার্ষিক সাধারণ সভা, দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের জীবনান্দ দাশ কনফারেন্স  হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য সকলকে রক্ত দানে এগিয়ে আশার আহ্বান জানিয়ে বলেন, তোমরা ক্যাম্পাসকে সামাজিক ও মানবিক কেন্দ্র হিসেবে গড়ে তুলবে। বিগত বছরগুলো বাঁধন ববি ইউনিট বরিশাল বাসীর রক্ত দিয়ে মানবিকতার অনন্য নজীর  স্থাপন করে চলেছে৷

সাবেক সাধারণ সম্পাদক শাহবুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে  উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ট্রেজারার ড. মো. বদরুজ্জামান ভূঁইয়া ৷  তিনি বলেন,  আমাদের প্রিয় শিক্ষার্থীরা সমাজের দর্পণ হিসাবে নিজেদের নিয়োজিত রাখে ইতিবাচক কাজের মাধ্যমে ৷ রক্তের বন্ধন চির অটুট রাখতে ববি বাঁধন ইউনিটের সকল সদস্যরা নিরলস পরিশ্রম করে যাচ্ছে আশা রাখি ভবিষ্যতেও এর ধারাবাহিকতা অব্যহত থাকবে৷ অনুষ্ঠানে বাঁধন ববি ইউনিটের উপদেষ্টবৃন্দ, শিক্ষক সমিতির সভাপতি, প্রক্টরসহ  বাঁধন ববি ইউনিটের নবীন ও প্রবীণ সদস্যসহ বর্তমান বাঁধনকর্মীরা উপস্থিত ছিলেন। পরে সকলের উপস্থিতিতে নতুন কমিটি ঘোষণা করা হয়৷

"একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন" এই স্লোগানকে সামনে রেখে ২৪ অক্টোবর, ১৯৯৭ সাল থেকে একটি স্বেচ্ছায় রক্ত দানের সংগঠন হিসেবে কাজ করে আসছে। এরই পদচারণায় ৩০ আগষ্ট ২০১৫ থেকে বাঁধন ববি  ইউনিটের যাত্রাশুরু।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির