ঢাকা ৩০ জুলাই, ২০২৫
সংবাদ শিরোনাম
সাংবাদিক মুন্নী সাহাকে দুদকে জিজ্ঞাসাবাদ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে রিভিউর রায় ৬ আগস্ট সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক ৭ দিনের রিমান্ডে কমছে তিস্তার পানি, স্বস্তি নদীপাড়ে নিউইয়র্কে বন্দুক হামলায় বাংলাদেশিসহ নিহত ৪ আগামী ১১ দিন সারাদেশে ‘বিশেষ সতর্কতা’ জারি ঝুঁকি নিয়ে আহতদের সেবা দেওয়া চিকিৎসকরা ‘জুলাইয়ের নায়ক’ নির্বাহী বিভাগের কর্তৃত্ব খর্ব করা চলবে না : সালাহউদ্দিন আহমেদ হঠাৎ ফায়ার এলার্ম, কিছু সময় স্থগিত ছিল ঐকমত্য কমিশনের আলোচনা মৌলিক সংস্কারের রূপরেখা জুলাই সনদে থাকতে হবে

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে বাগড়া দিতে পারে বৃষ্টি, যা বলছে পূর্বাভাস

#

স্পোর্টস ডেস্ক

২০ জুলাই, ২০২৫,  1:05 PM

news image

সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচে একটি বলও মাঠে গড়াতে দেয়নি রাওয়ালপিন্ডির বেরসিক বৃষ্টি। এরপর গত মে-জুন মাসে দুই দল তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হয়েছিল। যে লড়াই ছিল টাইগারদের জন্য ভুলে যাওয়ার মতো (৩-০)। এবার বাংলাদেশের মাটিতে সিরিজ খেলতে এসেছে পাকিস্তান। সিরিজ শুরুর দিনেই চোখ রাঙাচ্ছে প্রতিকূল আবহাওয়া, পূর্বাভাসে মিলছে হতাশার খবর।

মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে আজ (রোববার) সন্ধ্যা ৬টায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে লড়বে বাংলাদেশ-পাকিস্তান। আর সেই সময়েই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে, আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কিত সাইট ‘অ্যাকুওয়েদার’ও ঢাকায় আজ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে। যেখানে প্রায় পুরোদিনই আকাশ মেঘলা থাকার কথা উল্লেখ করে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে– দুপুর ১২টা, বিকেল ৪ ও ৫টার দিকে। ইতোমধ্যে সকাল ১১টার আগেই ঢাকার বেশ কিছু স্থানে দমকা বৃষ্টির দেখা মিলেছে। পূর্বাভাস অনুযায়ী বিকেলে বৃষ্টি বেশি হলে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে প্রভাব পড়বে। তবে একেবারে পরিত্যাক্ত নাও হতে পারে। কারণ, মিরপুরের পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো।

খেলা ঠিকঠাক অনুষ্ঠিত হওয়ার বিষয়টি নির্ভর করছে আউটফিল্ডে পানি জমে থাকার ওপর। বিকেলে বৃষ্টি হয়ে সেটি সন্ধ্যা পর্যন্ত কনটিনিউ না করলে খেলা হবে। তবে সন্ধ্যায়ও যদি বৃষ্টি লেগে থাকে তাহলে হতাশ হয়ে ফিরতে হতে পারে সমর্থকদের। 

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির