বিকেলে বিএনপির জরুরি সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক
২১ নভেম্বর, ২০২২, 11:39 AM
নিজস্ব প্রতিবেদক
২১ নভেম্বর, ২০২২, 11:39 AM
বিকেলে বিএনপির জরুরি সংবাদ সম্মেলন
আজ সোমবার (২১ নভেম্বর) বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। তবে কোন বিষয়ে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে সে বিষয়ে দলটির পক্ষ থেকে কিছু বলা হয়নি। দলটির মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, সোমবার বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন।
জানা গেছে, কুমিল্লায় লিফলেট বিতরণকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত হওয়ায় নতুন কোনো কর্মসূচি ঘোষণা হতে পারে। তাছাড়া রোববার ঢাকার আদালত থেকে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় বিএনপির দলীয় বক্তব্য প্রকাশ করা হতে পারে। এছাড়া সমসাময়িক ইস্যু নিয়েও বক্তব্য দেওয়া হবে।