ঢাকা ২২ অক্টোবর, ২০২৪
সংবাদ শিরোনাম
সাগরে নিম্নচাপ, ১ নম্বর সতর্কসংকেত সংস্কারের উপসংহার থাকতে হবে, অনন্তকাল চললে প্রশ্ন উঠবেই: রিজভী ব্যারিস্টার সুমন ৫ দিনের রিমান্ডে রাষ্ট্রপতির পদত্যাগ ও ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে আজ গণজমায়েত আড়াই শতাধিক এসআইকে অব্যাহতি ব্যারিস্টার সুমনের ১০ দিনের রিমান্ড আবেদন জাতীয় নিরাপদ সড়ক দিবস আজ ফ্যাসিবাদের দোসর তকমায দুঃখজনক: জি এম কাদের জামায়াতের নিবন্ধন : আপিল বিভাগে আবেদন পুনরুজ্জীবিত প্রধানমন্ত্রীর পদত্যাগ নিয়ে সুস্পষ্ট বক্তব্য দিলেন রাষ্ট্রপতি

বিশ্বে করোনায় আরো ৯০৮ মৃত্যু, শনাক্ত ৫ লাখ ৫১ হাজার

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ আগস্ট, ২০২২,  12:27 PM

news image

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৯০৮ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫ লাখ ৫১ হাজার ২৮৮ জন। এছাড়া এক দিনে সুস্থ হয়েছেন ৭ লাখ ৩ হাজার ৬৫৭ জন। এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪ লাখ ৭১ হাজার ৯৩১ জনে।

মহামারীর শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ কোটি ৯ লাখ ১ হাজার ৬৬৯ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৫৭ কোটি ৫২ লাখ ৪৬ হাজার ৯৪১ জন। সোমবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জাপানে, ২ লাখ ৪২ হাজার ৭৯০ জনের। এসময়ে দেশটিতে মারা গেছেন ২৬৩ জন। গত ২৪ ঘণ্টায় এটিই সর্বোচ্চ মৃত্যু।

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ৯ হাজার ২৬০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ১০ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ কোটি ৫৩ লাখ ৪৫ হাজার ৮৫৮ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৬৫ হাজার ৫৬৯ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৯ কোটি ৭ লাখ ৮২ হাজার ৮ জন।

এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন ২৭ জন, দক্ষিণ কোরিয়ায় ৬৪ জন, ইতালিতে ৬৩ জন, রাশিয়ায় ৬৪ জন, অস্ট্রেলিয়ায় ৩৬ জন, ইরানে ৫৫ জন এবং মেক্সিকোতে ৬৯ জন মারা গেছেন।

এ সময়ে বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু না হলেও রোগী শনাক্ত হয়েছে ১৭৩ জন।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির