ঢাকা ১৮ অক্টোবর, ২০২৪
সংবাদ শিরোনাম
নির্বাচন কবে হতে পারে, জানালেন আসিফ নজরুল সব রেকর্ড ভাঙল সোনার দাম একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী সুজেয় শ্যাম আর নেই আ.লীগের আমলে গড়া সিন্ডিকেট এখনও এই সরকার ভাঙতে পারেনি বাড়তি দামেই বিক্রি হচ্ছে মুরগি ৭ মার্চ, ১৫ আগস্টসহ জাতীয় আট দিবস বাতিল হচ্ছে লেবাননজুড়ে ইসরায়েলের সিরিজ বিমান হামলা, নিহত অন্তত ২৩ সাগরে নিম্নচাপ, বন্দরে দূরবর্তী সতর্ক সংকেত কাশ্মিরের মুখ্যমন্ত্রী পদে ওমর আবদুল্লাহর শপথ আজ সাগর-রুনি হত্যা মামলার তদন্ত ৬ মাসের মধ্যে শেষ করতে হবে

বুড়িমারী স্থল বন্দরকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ

#

নিজস্ব প্রতিবেদক

০২ মে, ২০২৩,  5:03 PM

news image

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর স্থল বন্দর বুড়িমারীকে অশান্ত করে বিশৃঙ্খল পরিবেশ গড়ে তুলতে একটি চত্রু কাল্পনিক অর্থ আত্মসাৎ এর গল্প বানিয়ে সাধারণ শ্রমিকদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি এবং অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছে বুড়িমারী স্থল বন্দর শ্রমিক কল্যাণ ফেডারেশন এর নেতারা। বুড়িমারী স্থল বন্দর শ্রমিক কল্যাণ ফেডারেশন এর নামে অপপ্রচার কারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবীতে লালমনিরহাট জেলা প্রশাসন, পুলিশ সুপার, পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান, অফিসার ইনচার্জ পাটগ্রাম থানা,উপ পরিচালক জেলা সমাজসেবা কর্মকর্তা,বুড়িমারী সিএনএফ ব্যবসায়ী সমিতি, বুড়িমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ প্রয়োজনীয় বিভিন্ন দপ্তর ও গোয়েন্দা সংস্থাকে বুড়িমারী স্থল বন্দর শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি ছফর উদ্দিন ও সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম  স্বাক্ষরিত একটি স্মারকলিপি প্রদান করেছেন। তারা বলেন বুড়িমারী স্থল বন্দর শ্রমিক কল্যাণ ফেডারেশন ২০১১ সাল থেকে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সুনামের সহিত সাংগঠনিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। কিন্তু গত কিছু দিন থেকে কতিপয় শ্রমিক অসৎ উদ্দেশ্য নিয়ে বুড়িমারীতে বিশৃঙ্খল পরিবেশ গড়ে তুলতে সাধারণ শ্রমিকদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করে আসছে। নিজেদেরকে নিজে নিজেই সংগঠন এর নেতা দাবি করে শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কার্যনির্বাহী কমিটির বিরুদ্ধে শ্রমিকদের চিকিৎসা, ভারতীয় ও ভুটানী ডাম্পার গাড়ি আনলোড, পেলুডার দিয়ে বাংলা গাড়ি লোডিং এর জমা বাবদ ৪৪ কোটি ৪২ লক্ষ

৪০ হাজার টাকা আত্মসাৎ এর কাল্পনিক গল্প বানিয়ে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন তথ্য তুলে ধরে অর্থ আত্মসাৎ- এর গুজব ছড়িয়ে বুড়িমারী স্থল বন্দর শ্রমিক কল্যাণ ফেডারেশন- এর গঠনতন্ত্র লংঘন

করে নির্বাচনের দাবিতে অপপ্রচার চালাচ্ছে। সংগঠন এর গঠনতন্ত্র অনুযায়ী আগামী ১ সেপ্টেম্বর থেকে ৩০ অক্টোবর এর মধ্যে নির্বাচন অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটির কোন প্রকার আপত্তি নাই। তারা আরও বলেন অপপ্রচার চালানো চক্রের অন্যতম সদস্য সাজ্জাদ হোসেন, শামছুল হুদা ও আনোয়ার হোসেন নিজেদেরকে বুড়িমারী স্থল বন্দর শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতি, দাবি করে, আবার তারাই শ্রমিক কল্যাণ ফেডারেশন এর বৈধ কমিটির বিরুদ্ধে অর্থ আত্মসাৎ- এর কাল্পনিক অভিযোগ এনে নির্বাচনের দাবি জানিয়ে দেশের প্রচলিত আইন এবং সংগঠন এর গঠনতন্ত্র বিরোধী তৎপরতা চালাচ্ছে। সংগঠন এর কার্যনির্বাহী কমিটি শ্রমিকদের কোন প্রকার অর্থ আত্মসাৎ এর সাথে জড়িত নয়। সংগঠন এর গঠনতন্ত্র সংশোধন, সদস্যদের বকেয়া মাসিক চাঁদা পরিশোধ এর সুযোগ প্রদান, নতুন সদস্য ভর্তি এবং সংগঠন এর গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে কার্যনির্বাহী কমিটি গঠনতন্ত্র অনুযায়ী ৩০ অক্টোবর এর মধ্যে ফেডারেশনের নির্বাচন অনুষ্ঠানে সার্বক্ষনিক প্রস্তুত।

ফেডারেশন এর নেতা হামিদুল বলেন মিথ্যা বানোয়াট ভিত্তিহীন তথ্য তুলে ধরে অপপ্রচার চালিয়ে বুড়িমারীতে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারাকারীদের সাংগঠনিক ভাবে মোকাবেলা করা হবে। 

ফেডারেশন এর সভাপতি ছফর উদ্দিন বলেন   অপপ্রচার কারী শামসুল হুদা নিজেকে ফেডারেশন এর সভাপতি এবং আনোয়ার হোসেন নিজেকে সাধারণ সম্পাদক দাবি করলেও তারা সংগঠন এর কার্যনির্বাহী কমিটি সদস্যও নয়। তিনি আরও বলেন আমরা ফেডারেশন এর সাধারণ সদস্য এবং শ্রমিকদের চিকিৎসা, তাদের সন্তানদের পড়াশোনা, বিয়ে, এবং মৃত শ্রমিকদের সব সময়ই আর্থিক অনুদান দিয়ে আসছি এমনকি বিভিন্ন মসজিদ,মাদরাসা, প্রতিষ্ঠানকে অর্থনৈতিক সহযোগিতা করে থাকি। গরিব দরিদ্র মানুষ সাহায্য চাইলে তাদের কখনো খালি হাতে ফিরিয়ে দেই না। ফেডারেশন এর সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম বলেন অশান্ত বুড়িমারীতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে অপপ্রচার কারীরা গত কিছু দিন পূর্বে একজন সাধারণ শ্রমিককে হত্যার চেষ্টা করে এবং সেই হত্যা চেষ্টার মামলার আসামি তারা। মামলা নাম্বার -১৮ পাটগ্রাম থানা, তারিখ ২২ এপ্রিল /২৩ এই  হত্যা চেষ্টায় নেতৃত্ব দেয় শামসুল হুদা, আনোয়ার হোসেন, সাজ্জাদ হোসেন সহ প্রায় ১২ জন। তারা সেই মামলায় জামিন নিয়ে এসে বুড়িমারীতে সাধারণ শ্রমিকদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি এবং কাল্পনিক গল্প বানিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে। আমরা খুব শীঘ্রই বুড়িমারী স্থল বন্দর শ্রমিক কল্যাণ ফেডারেশন এর নামে অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবো।


logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির