ঢাকা ১২ নভেম্বর, ২০২৫
সংবাদ শিরোনাম
বাণিজ্য উপদেষ্টার হুঁশিয়ারির পরও কমছে না পেঁয়াজের দাম ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মাইলস্টোন ট্রাজেডি : ১১৪ দিন চিকিৎসা শেষে বাড়ি ফিরল আরও ২ শিক্ষার্থী সাদমান-জয়ের ফিফটিতে একশো পেরোল বাংলাদেশ ঢাকা ও আশপাশের জেলায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ডিএমপি ১৩ নভেম্বর ঘিরে শক্ত অবস্থানের জন্য প্যাট্রোলিং বাড়ানো হয়েছে প্রচারণায় প্রথমবারের মতো নিষিদ্ধ পোস্টার, ড্রোন ব্যবহারে নিষেধাজ্ঞা রাজধানীতে ২ বাসে আগুন

বৃষ্টির প্রভাব কাটিয়ে সবজির বাজারে কিছুটা স্বস্তি

#

নিজস্ব প্রতিবেদক

০৭ নভেম্বর, ২০২৫,  12:19 PM

news image

বৃষ্টির প্রভাবে বিগত প্রায় চার মাস ধরে ঊর্ধ্বগতিতে চলা সবজির দাম গত প্রায় ১৫ দিন ধরে কিছুটা কমতে শুরু করেছে। শীতের আগমনী বার্তা টোকা দিচ্ছে রাজধানীর সবজির বাজারে।

আজকের বাজারে সবচেয়ে কম দামের সবজির মধ্যে রয়েছে পেঁপে, যা প্রতিকেজি ৩০ টাকায় বিক্রি হচ্ছে। তবে বেগুনসহ বেশ কয়টি সবজি ৮০ টাকার তালিকায়।

শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।

আজকের বাজারে প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৬০ টাকায়, মুলা প্রতি কেজি ৫০ টাকায়, ঝিঙ্গা প্রতি কেজি ৬০ টাকায়, কচুর লতি প্রতি কেজি ৮০ টাকা, আলু প্রতি কেজি ৩০ টাকা, 

চিচিঙ্গা প্রতি কেজি ৬০ টাক, বরবটি প্রতি কেজি ৮০ টাকা, বাজারে নতুন উঠা শালগম প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া প্রতি কেজি বেগুন ৮০ টাকায় বিক্রি হচ্ছে, ধন্দুল প্রতি কেজি ৬০ টাকা, করলা প্রতি কেজি ৮০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৮০ টাকা, 

পেঁপে প্রতি কেজি ৩০ টাকা, বাঁধাকপি প্রতি পিস ৫০ টাকা, ফুল কপি প্রতি পিস ৫০ টাকা, শসা প্রতি কেজি ৮০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৬০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ১৬০ টাকা, টমেটো প্রতি কেজি ১২০ টাকা, কঁচু প্রতি কেজি ৬০ এবং শিম প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর মগবাজার কাঁচা বাজারে বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী সাজ্জাদ হোসেন তোহা। তিনি বলেন, বিগত কয়েক মাস ধরে সবজির দাম আসলেই অনেক বেশি ছিল। সে তুলনায় গত সপ্তাহে কিছুটা কম দামের সবজি কেনা গেল, গত সপ্তাহে বেশিরভাগ সবজি ছিল ৬০ টাকার ঘরে, আজ আবার সেটা বেড়ে ৮০ টাকার ঘরে বিক্রি হচ্ছে। ‌ তবে আগের কয়েক মাসের তুলনায় সবজির দাম কমেছে। 

সবজির দাম বিষয়ে মালিবাগ বাজারের সবজি বিক্রেতা সোহেল হোসেন বলেন, বিগত চার মাস ধরে সবজির বাড়তি দাম অনেকটাই কমে এসেছে। গত সপ্তাহে বেশ কম দাম গেছে সবজির দাম, কিন্তু এরপরেই বৃষ্টির কারণে সবজি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারণে গত সপ্তাহে যে সবজি ৬০ টাকায় বিক্রি করেছি, আজ সেটা আবার ৮০ টাকায় বিক্রি করতে হচ্ছে। তবে শীত আসা শুরু হওয়ার কারণে সব ধরনের সবজির দামই এখন কমে যেতে থাকবে। পুরো শীত জুড়ে বাজারে প্রচুর পরিমাণে সবজি সরবরাহ থাকবে, সে সঙ্গে দামও অনেক কমে যাবে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির