বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশ চ্যালেঞ্জিং দল: জার্গেনসন
স্পোর্টস ডেস্ক
১২ অক্টোবর, ২০২৩, 1:12 PM
স্পোর্টস ডেস্ক
১২ অক্টোবর, ২০২৩, 1:12 PM
বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশ চ্যালেঞ্জিং দল: জার্গেনসন
প্রথম ম্যাচে জয়ের পর ইংল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। নিউজিল্যান্ড আবার ইংল্যান্ডকে উড়িয়ে দেওয়ার পর জয় পেয়েছে নেদারল্যান্ডসের বিপক্ষে। দুই দল এবার চেন্নাইয়ে শুক্রবার মুখোমুখি হবে।
অপেক্ষাকৃত স্পিন সহায়ক উইকেটে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নামবে বাংলাদেশ। স্বস্তি আছে নিউজিল্যান্ড সিরিজেও। দলটির সবচেয়ে ভালো স্পিন সামলাতে পারা ব্যাটার কেন উইলিয়ামসন ফিরছেন একাদশে। সব মিলিয়ে লড়াইয়ের আভাস দেখেন নিউজিল্যান্ডের পেস বোলিং কোচ শেন জার্গেনসন।
চেন্নাইয়ে তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশ নিজেদের চ্যালেঞ্জিং দল হিসেবে প্রমাণ করেছে। আমরা দলগতভাবে তাদের সম্মান করি। পূর্বে ঘরের মাঠে, এমনকি নিউজিল্যান্ডে এসেও তারা ভালো ক্রিকেট খেলেছে। কোন সন্দেহ নেই ম্যাচটি কঠিন হবে।’
অধিনায়ক উইলিয়ামসনকে নিয়ে জার্গেনসন বলেছেন, ‘সে বেশ ভালো অনুশীলন করেছে। পুরো দমেই অনুশীলন করেছে। আমাদের (আজ) আরও অনুশীলন সেশন আছে। তার দারুণ উন্নতি হয়েছে। আমরা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেব।’
জার্গেনসন ২০১১ সালে বাংলাদেশ দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেন। ২০১৩ সালে হেড কোচের দায়িত্ব পান তিনি। তার অধীনে নিউজিল্যান্ডকে ঘরের মাঠে ধবলধোলাই করেছিল বাংলাদেশ। সাকিব-মুশফিকদের তার চেনা। তাসকিন-মুস্তাফিজদের সঙ্গে কাজ না করলেও তাদের উন্নতি দেখেছেন তিনি।
জার্গেনসন বলেছেন, ‘বাংলাদেশ স্পিনে শক্তিশালী দল। তবে এখন দলটির পেসাররাও আক্রমণে ভূমিকা রাখছে। গত ক’বছর তাদের ওপর নজরে রেখেই কথাটা বলছি। তবে আমরাও এসব বিষয় মাথায় রেখে প্রস্তুত হয়েছি। আমাদের এখানে খেলার অভিজ্ঞতা আছে। বেশ ক’জন ক্রিকেটার এই মাঠে নিয়মিত আইপিএল খেলেছেন। এসব আমাদের কাজে আসবে।’