ঢাকা ১৮ অক্টোবর, ২০২৪
সংবাদ শিরোনাম
৭ মার্চ, ১৫ আগস্টসহ জাতীয় আট দিবস বাতিল হচ্ছে লেবাননজুড়ে ইসরায়েলের সিরিজ বিমান হামলা, নিহত অন্তত ২৩ সাগরে নিম্নচাপ, বন্দরে দূরবর্তী সতর্ক সংকেত কাশ্মিরের মুখ্যমন্ত্রী পদে ওমর আবদুল্লাহর শপথ আজ সাগর-রুনি হত্যা মামলার তদন্ত ৬ মাসের মধ্যে শেষ করতে হবে সাগর-রুনি হত্যা মামলার তদন্ত ৬ মাসের মধ্যে শেষ করতে হবে ঘেরাও কর্মসূচিতে হাইকোর্টের সামনে শিক্ষার্থীরা খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য দিতে আসেনি কেউ ঢাকা-বেইজিং সম্পর্ক আগের মতোই থাকবে: চীনা রাষ্ট্রদূত টানা ৪ দিন ছুটি শেষে খুলছে অফিস-আদালত

মহাসড়কের ওপর উল্টে গেল যাত্রীবাহী বাস, নিহত ২

#

নিজস্ব প্রতিবেদক

০৮ মার্চ, ২০২৪,  11:13 AM

news image

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কের ওপর যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। বৃহস্পতিবার (৭ মার্চ) দিবাগত রাত ২টার দিকে উপজেলার চুমুরদি ইউনিয়নের চুমুরদি বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।   

নিহত দুইজনের মধ্যে আনুমানিক  ৪৮ বছর বয়সী একজন পুরুষের ঠিকানা শনাক্ত করতে পারেনি পুলিশ। নিহত অপর ব্যক্তি হলেন পাবনার সাঁথিয়া উপজেলার পুনডুরিয়া গ্রামের বাসিন্দা ইদ্রিস ইসলামের ছেলে শরিফুল ইসলাম (৪৫)।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রাতে বরগুনা থেকে ঢাকা যাচ্ছিল ইমরান ট্রাভেলস নামে এক যাত্রীবাহী বাস। বাসটিকে ৩০ জনের মতো যাত্রী ছিল। এটি ঢাকা-বরিশাল মহাসড়ক ধরে ঢাকার দিকে যাচ্ছিল। রাত ২টার দিকে ভাঙ্গার চুমুরদী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে চালকের অসাবধানতার কারণে বাসটি সড়কের ওপর উলটে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তরুণ কুমার পাল বলেন, রাতে সড়ক দুর্ঘটনায় আহত ১০ জনকে হাসপাতালে নিয়ে আসলে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি আটজন হাসপাতালে ভর্তি আছেন।

ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহেল বাকী বলেন, রাতে আমরা মহাসড়কে টহল গাড়ি নিয়ে ডিউটি করছিলাম। রাত ২টা ৫ মিনিটের দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করা হয়।

তিনি বলেন, এ ঘটনায় থানায় বাস জব্দ আছে। নিহত এক ব্যক্তির বাড়িতে খবর দেওয়া হয়েছে। যার পরিচয় পাওয়া যায়নি তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

logo
সম্পাদক ও প্রকাশক মো: মনিরুজ্জামান মনির