মালানের সেঞ্চুরি, উইকেটের অপেক্ষায় বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
১০ অক্টোবর, ২০২৩, 1:46 PM

স্পোর্টস ডেস্ক
১০ অক্টোবর, ২০২৩, 1:46 PM

মালানের সেঞ্চুরি, উইকেটের অপেক্ষায় বাংলাদেশ
বেয়ারস্টো ফেরার পর কিছুটা হলেও রানের লাগাম টেনে ধরেছিল বাংলাদেশ। তবে রুটকে সঙ্গে নিয়ে রানের গতি বাড়িয়েছেন মালান। ইতোমধ্যে ৯১ বলে সেঞ্চুরি তুলে ফেলেছেন মালান। রুটও তার ফিফটি পেয়েছেন ৪৪ বলে। দুজনের জুটিতে বড় সংগ্রহের পথে ইংল্যান্ড। বাংলাদেশও আছে উইকেটের অপেক্ষায়।
৩৩ ওভারে ১ উইকেট হারিয়ে ২২১ রানে ব্যাট করছে ইংল্যান্ড। রুট ৪৫ ও মালান ব্যাট করছেন ১২২ রানে।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই মারমুখী ছিল ইংল্যান্ড। বাংলাদেশ শুরুতেই নষ্ট করে রিভিউ। ৫ম ওভারে মুস্তাফিজের বলে বলে কট বিহাইন্ডের রিভিউ নিয়ে ব্যর্থ হয় বাংলাদেশ। ব্যাট নয়, মালানের কাঁধ ছুঁয়ে গিয়েছিল বল। এরপরই মালান-বেয়ারস্টোর ব্যাটে রকেটের গতিতে বাড়ে ইংলিশদের রান। পাওয়ারপ্লেতে দুই ওপেনারের কাছে পাত্তাই পায়নি টাইগার বোলাররা। উইকেট পেতে মরিয়া বাংলাদেশ প্রথম ১০ ওভারেই ব্যবহার করে ৫ বোলার। ৪৯ বলে প্রথম পঞ্চাশের পর ইংল্যান্ড শতক ছুঁয়েছে ৯৩ বলে। ফিফটির দেখা পান মালান ও বেয়ারস্টো।
অবশেষে সাকিবে ব্রেক থ্রু পায় বাংলাদেশ। বাংলাদেশ অধিনায়কের ঘূর্ণিতে বোল্ড হয়ে ফিরেন ইংলিশ ওপেনার জনি বেয়ারস্টো (৫২)। তার বিদায়ে ভাঙে ১১৫ রানের ওপেনিং জুটি।
দুই দলেই আছে একটি করে পরিবর্তন। বাংলাদেশ দলে মাহমুদউল্লাহ রিয়াদের পরিবর্তে আছেন মাহেদী হাসান। এই ম্যাচে ৬ জন বিশেষজ্ঞ বোলার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। স্পিন বিভাগে মাহেদীর সঙ্গে আছেন সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। পেস বোলিংয়ের নেতৃত্বে আছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। ইংল্যান্ড রিস টপলিকে এনেছে মঈন আলীর জায়গায়।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহেদী হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, ডেভিড ম্যালান, জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক ও উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, স্যাম কারেন, ক্রিস ওকস, মার্ক উড, আদিল রশিদ ও রিস টপলি।